হবিগঞ্জে চিকিৎসককে মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে জেলার সকল বেসরকারি ক্লিনিক, হাসপাতালে হবিগঞ্জে চিকিৎসককে মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে জেলার সকল বেসরকারি ক্লিনিক, হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন জেলার সকল চিকিৎসক সমাজ। .
শনিবার (১৮ নভেম্বর) বিকালে তারা এ ঘোষণা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসক সমাজের নেতা ডা. অসিত রঞ্জন রায়, ডা. মো. মুখলেছুর রহমান উজ্জল ও ডা. মিঠুন দাস। তারা বলেন, হবিগঞ্জের অত্যন্ত পরিচিত গাইনি বিশেষজ্ঞ ডা. এসকে ঘোষকে হয়রানিমূলক মামলায় জড়িয়ে গ্রেপ্তার ও কারাগারে প্রেরণ করার প্রতিবাদে জেলার সকল বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। .
জেলায় কর্মরত সকল ডাক্তার চেম্বারসহ কোন কার্যক্রম করবেনা। যতদিন পর্যন্ত ডা. এসকে ঘোষকে মুক্তি দেয়া হবেনা ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তবে সকল সরকারি হাসপাতালে যথারীতি সেবা চলমান থাকবে। এক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুযায়ী সকল প্রতিষ্ঠানে সেবা প্রদান করা হবে, সরকারি সেবায় কোন সমস্যা হবেনা।প্রসঙ্গত, ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলায় হবিগঞ্জের ডা. এসকে ঘোষ ও ‘দি জাপান বাংলাদেশ’ হাসপাতালের মালিকসহ চারজনকে জামিন না দিয়ে পুলিশে দিয়েছেন হাইকোর্ট।.
মঙ্গলবার (১৪ নভেম্বর) আসামিরা আগাম জামিন নিতে গেলে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লার বেঞ্চ তাদের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে পুলিশে দেন। চার আসামি হলেন- গাইনি ডাক্তার এসকে ঘোষ, হাসপাতালের মালিক, ম্যানেজার ও একজন স্টাফ।
এর আগে রহিমা খাতুন নামে এক নারী জরায়ুর টিউমার অপারেশনের জন্য ওই হাসপাতালে যান। চলতি বছরের ৯ সেপ্টেম্বর ওই নারীর অপারেশন করেন গাইনি ডাক্তার এসকে ঘোষ। আর ১২ তারিখই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে বাড়ি গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরবর্তী সময়ে আবারও এই হাসপাতালে আসেন ওই নারী। এ সময় তার শারীরিক অবস্থা গুরুতর দেখে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এবিষয়ে ডা. এস কে ঘোষসহ চারজনকে অভিযুক্ত করা হয়।.
.
ডে-নাইট-নিউজ / মো: উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ:-
আপনার মতামত লিখুন: