• ঢাকা
  • রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ; ২০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সিলেটে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:৪৫ পিএম;
সিলেটে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার


সিলেট প্রতিনিধি:  সিলেটে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘরের চালের আড়ার সাথে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। শনিবার (১৯ জুলাই) দুপুরে নগরীর কানিশাইল এলাকার ১নং রোডের প্রত্যাশা ৪২ আ/এ নং বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।.


নিহত কিশোরের নাম মো. আরাফাত হামজা (২০) ওই বাসার মৃত এরশাদ আলীর ছেলে। তিনি তার বড় ভাইয়ের সাথে নগরীর তালতলায়  মোটর পার্টসের ব্যবসা করতেন।
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। তিনি জানান, তার লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী  মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বুঝা যাবে মৃত্যুর রহস্য।. .

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ