 
             
			
           
 সারাদেশের ন্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলায় কোভিড-১৯’র গণটিকা গ্রহণ কার্যক্রম দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার ৭ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে উপজেলার ৮টি ইউনিয়নের (১,২,৩নং ওয়ার্ডে) ২৪টি টিকা কেন্দ্রে ২৫ তদূর্ধ্ব প্রায় সাড়ে ৫ হাজার নারী-পুরুষ এ গণটিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।.
ইতিপূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন এলাকার ৫ শতাধিক জনসাধারণকে টিকা দানের পাশাপাশি স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে উপজেলার ৮টি ইউনিয়নের প্রত্যেকটির ১,২ ও ৩নং ওয়ার্ডে পূর্ব নির্ধারিত জনসাধারণের মধ্যে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে গণটিকার প্রথম ডোজ প্রদান করা হয়েছিল। যেখানে অগ্রাধিকার ভিত্তিতে বয়োবৃদ্ধরা প্রাদান্য পেলেও বিভিন্ন বয়সের নারী-পুরুষের পাশাপাশি শারীরিক প্রতিবন্ধীদেরও টিকা প্রদান করা হয়।.
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার লামাকাজী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাহতাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কার্যক্রমের দ্বিতীয় ডোজ প্রদানের সময় উপস্হিত ছিলেন বিশ্বনাথ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের এইচএ আব্দুল কাইয়ুম, অজিত দেব, এমএইচভি আমজাদ আলী, আব্দুল করিম, লামাকাজী ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের ইউডিসি মো. আল আমিন।.
দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয় টিকাদান কেন্দ্রে উপস্হিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উষা রাণী গোস্বামী, সহ শিক্ষক টিটু ভট্টাচার্য্য, রত্না রাণী দে, হুসনেআরা বেগম, মো. আলমাছ আলী, দ্বিপক চন্দ্র কর, জলি রাণী চন্দ, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের এইচ এ আরতি চক্রবর্তী, ফজলে করিম, এম এইচ ভি মাহবুবুর রহমান, দ্যুতি দাশ।.
সকাল ১১.৩০ ঘটিকায় মির্জার গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় টিকাদান কেন্দ্রে উপস্হিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদু বেন্দু পাল, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের এ এইচ আই বিমল চক্রবর্তী, এইচ এ রুহুল আমিন, এফ ডল্বিউ এ মিনতি দাশ, অত্র বিদ্যালয়ের সহ শিক্ষক সীমা দাশ, নিশা রাণী গোস্বামী, মুক্তা রাণী দে, স্বপ্না রাণী দাস, সংগীতা রায়, আয়েশা বেগম, সুরাকা বেগম, স্বাস্হ্য কমপ্লেক্সের এমএইচভি লিপি বেগম ও মোশাহিদ আলী সুমন।.
উল্লেখ্য: গত ৭ আগস্ট শনিবার সারা দেশে গণটিকার প্রথম ডোজ প্রদান করা হয়েছিলো।. .
ডে-নাইট-নিউজ / মুহাম্মদ সায়েস্তা মিয়া বিশ্বনাথ (সিলেট) থেকেঃ
.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									.webp) 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									
আপনার মতামত লিখুন: