সিলেট প্রতিনিধি : সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুতই তা নিয়ন্ত্রণ করা হয়। কোনো অঘটন ঘটেনি। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।.
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে হঠাৎ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় সর্টসার্কিট থেকে আগুন লেগে যায়।.
এসময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকেই ছুটাছুটি করতে থাকেন। দ্রুত ফায়ার সার্ভিসকে জানানোও হয়। তারাও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তারা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অতিরিক্ত আনসার ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: