"পতিত জমিতে শাক-সবজি চাষে, অর্থ পুষ্টি দুটোই আসে ".
'কোভিড-১৯' মহামারির দুটি ঢেউয়ের পর এখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব আরেকটি কঠিন পরিস্থিতির মুখোমুখি। তাই,আমাদের নিজেদের ব্যবস্থা তৈরি রাখতে হবে এবং সে জন্য এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা উচিত নয় বরং আমরা যে যা পারি তা উৎপাদন করতে হবে'। এমনটিই বলেছেন দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এরই আলোকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা আওয়ামীলীগের প্রয়াত আব্দুল লতিফ খান এর কনিষ্ঠ পুত্র বাংলাদেশ আওয়ামিলীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য,সাবেক ডেপুটি সার্জেন্ট-এট আর্মস,জাতীয় সংসদ “স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খান-এর উদ্যোগে সোমবার (২১ নভেম্বর) দ্বিতীয় ধাপে ডা. নারায়ণ চন্দ্র দাসের সমন্বয়ে আনোয়ার পারভেজ জনি তালুকদারের পরিচালনায় জয়চন্ডী ও বরমচাল ইউনিয়নে পতিত জমিতে মৌসুমী শাক-সবজি চাষের জন্য বিনামূল্যে বীজ বিতরণ করা হয়। এতে বরমচাল ইউনিয়নে সমন্বয় করেন প্যানেল চেয়ারম্যান রাজীব আহমেদ, ইউপি সদস্য মনি কানু,জয়চন্ডী ইউনিয়নে ইউপি সদস্য বিমল দাস প্রমুখ।.
বাংলাদেশ আওয়ামিলীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য,সাবেক ডেপুটি সার্জেন্ট-এট আর্মস,জাতীয় সংসদ “স্কোয়াড্রন লীডার (অবঃ) সাদরুল আহমেদ খান জানান,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন,'আমাদের বাংলাদেশে যেন কোনো রকম খাদ্যের অভাব দেখা না দেয়। সকলকে সচেতন হতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে, জমি আছে;সেখানে কিছু উৎপাদন করেন। সারাবিশ্বে যে দুর্যোগের ঘনঘটার আভাস পাচ্ছি,তার থেকে বাংলাদেশকে সুরক্ষিত করুন। আমি বিশ্বাস করি সকলের প্রচেষ্টায় এটা করা সম্ভব'। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সার্বিক দিক নির্দেশনা ও উনার আদেশক্রমে আমার ব্যক্তিগত উদ্যোগে কুলাউড়ার জনসাধারণের মঙ্গলার্থে উপজেলার ১৩ ইউনিয়নকে চারটি ভাগে বিভক্ত করে ক ও খ গ্রুপে বিভিন্ন ইউনিয়নে বীজ বিতরণ করা হয়। এতে আওয়ামিলীগের অঙ্গ সংগঠন সহ সর্বস্তরের সচেতন নাগরিকেরা উপস্থিত ছিলেন।. .
ডে-নাইট-নিউজ / বিশেষ প্রতিনিধি:
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: