• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সখীপুরে ফুটবল খেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে মাদরাসা ছাত্রের মৃত্যু


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১৭ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:৪৬ পিএম;
সখীপুরে ফুটবল খেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে মাদরাসা ছাত্রের মৃত্যু
সখীপুরে ফুটবল খেলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে মাদরাসা ছাত্রের মৃত্যু

সাদিক বিপ্লব, বিশেষ প্রতিনিধি  টাঙ্গাইলের সখীপুরে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে হাসান মাহমুদ (১০) নামের এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় পৌরশহরের শিকদারপাড়া দারুল ওলুম নুরুন হারামাইন মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান মাহমুদ স্থানীয় ওসমান আলীর ছেলে এবং ওই মাদরাসার দুইপাড়া হাফেজ। নিহতের সহপাঠী ও পরিবারের লোকজনে সাথে কথা বলে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে হাসান মাহমুদ সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলতে তার নিজ মাদরাসা মাঠে যায়। এক পর্যায়ে ফুটবল ঘরের চালে আটকে পড়লে হাসান ফুটবল আনতে ঘরের চালে ওঠে। এ সময় সে বিদ্যুৎপৃষ্ঠ হয়। পরে তাকে গুরতর অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হাসানের বাবা ওসমান আলী ও মা সেতু আক্তার তার একমাত্র সন্তানকে হারিয়ে বারবার অজ্ঞান হয়ে পড়ছেন। তার মৃত্যুতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।.

.

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ