• ঢাকা
  • শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ; ০২ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরে মেঘনার চরে মহিষ দিয়ে ফসলের ক্ষতি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:০২ পিএম;
লক্ষ্মীপুরে মেঘনার চরে মহিষ দিয়ে ফসলের ক্ষতি
লক্ষ্মীপুরে মেঘনার চরে মহিষ দিয়ে ফসলের ক্ষতি

 .

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের মেঘনার চরে এখনও প্রভাব বিস্তার করছে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল।  মেঘনার চরে শত শত মহিষ ছেড়ে দিয়ে কৃষকদের চাষকৃত ফসলের ক্ষতি করছে তিনি। তার দেখাদেখি অন্যরাও সে সুযোগ নিচ্ছে। এ বিষয়ে প্রতিকার চায় স্থানীয় কৃষকরা।.

 .

আবু ইউসুফ ছৈয়াল সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।.

 .

স্থানীয়রা বলেন, সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের চর মেঘার প্রায় তিন'শ একর জমিতে ৩'শতাধিক কৃষক ফসল চাষ করেন। সে চরে কিছু প্রভাবশালী মহল মহিষ পালন করেন। তারা রাতের আধারে মহিষগুলো বিস্তৃর্ন চরে ছেড়ে দেন। এতে শত শত মহিষ ফসল মাড়িয়ে নষ্ট করে ও খেয়ে ফেলে।.

 .

কৃষক সেলিম মীর বলেন, বিগত ১৭বছর আবু ইউসুফ ছৈয়াল আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে চর দখল করে খেয়েছে। এখনও চর জুড়ে তার প্রভাব। সে চরে মহিষ পালন করে কৃষকদের ক্ষতি করছে। আমরা এর বিচার চাই।.

কৃষক দিল মোহাম্মদ ও রেসু ভূঁইয়া বলেন, চর মেঘায় প্রায় ৩'শতাধিক কৃষক ফসল চাষ করেন। কিন্তু কিছু প্রভাবশালি মহল কৃষকদের ক্ষতি করতে চরে মহিষ ছেড়ে দেয়। গত বছর সয়াবিন নষ্ট করেছে তারা, এখন আবার আমন নষ্ট করছে। আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করি।.

আরো কয়েকজন কৃষক বলেন, আবু ইউসুফ ছৈয়াল ছাড়াও চরে শাহাজান হাজী, খুরশিদ মাষ্টার সহ অনেকেই মহিষ পালন করেন। এ মহিষগুলোকে নির্দিষ্ট স্থানে রাখার কথা। কিন্তু তারা তা না করে বিস্তৃর্ন চরে ছেড়ে দেয়। এতে মহিষের পাল ফসল মাড়িয়ে নষ্ট করে ও খেয়ে ফেলে। বছরের পর বছর এর প্রতিকার পাওয়া যাচ্ছে না।.

 .

এবিষয়ে জানতে আবু ইউসুফ ছৈয়ালকে পাওয়া যায় নি। তার ব্যবহৃত মুঠোফোনে কল দিলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়।.

 .

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, বিষয়টি শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ