• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ; ৩১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ১০টি দোকান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:১৩ পিএম;
লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ১০টি দোকান
লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ১০টি দোকান
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার পুরাতন তেওয়ারীগঞ্জে বাজারে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে ১০টি দোকান পুড়ে গেছে। ফলে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মঙ্গলবার ভোর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।


ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার ভোররাতে বাজারে হঠাৎ আগুনের লেলিহান দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ১০টি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে যায়।  খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান গুলো হচ্ছে, ফার্মেসী, মুদি দোকান, কাপড়ের দোকান।


লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার সাহা বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের ভয়াবহতা ছিল বেশি। তারপরও সময়মতো আসাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির নিরূপণের কাজ চলছে। ৮টি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
.

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ