আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে লক্ষ্মীপুরে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করেন। রবিবার (৩০জুলাই) বিকাল ৫টায় শহরের উত্তর স্টেশন থেকে দক্ষিণ স্টেশন এলাকায় মিছিল করে আওয়ামী লীগ ও দুপুর ১২টা লক্ষ্মীপুরের চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। .
.
লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি লক্ষ্মীপুর উত্তর স্টেশন এলাকা থেকে শুরু হয়ে দক্ষিণ স্টেশনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। বিএনপি জামায়াতকে হুশিয়ারী দিয়ে তিনি বলেন, ২০১৩-১৪ সাল ও ২০০১সালের মতো তান্ডব চালিয়ে লাভ হবে না।.
লক্ষ্মীপুরে যদি আওয়ামী লীগ চোখ বাঁকা করে তাহলে কেয়ামত শুরু হয়ে যাবে। ভোট নিরপেক্ষ হবে, আবারও আওয়ামীলীগ জয় লাভ করবে। লক্ষ্মীপুরের ৪টি আসনেই আওয়ামী লীগ জয়ী হবে।.
মিছিলে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, জেলা আওয়ামী লীগ নেতা আবদুল মতলব, এড. রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক এড. জহির উদ্দিন মাহমুদ বাবর, সাবেক ছাত্রনেতা সৈয়দ নুরুল আজিম বাবর, শেখ জামাল রিপন, চৌধুরী মাহমুদুন্নবী সোহেল প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। .
এদিকে কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসাবে ৪ দফা দাবিতে .
লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করে .
জামায়াতে ইসলামী। শেখ হাসিনার পদত্যাগ, নেতৃবৃন্দের মুক্তি ও কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনসহ ৪ দফা দাবি জানান তাঁরা । রবিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় লক্ষ্মীপুরের চৌরাস্তা এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। .
.
বিক্ষোভ শেষে সমাবেশে জামায়াত নেতারা বলেন, শেখ হাসিনাকে অবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকার সরকার দিতে হবে। অন্যথায় জনরোষের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হবে। আরও বলেন, ইতিহাসের সবচেয়ে জগন্য এবং স্বৈরাচারী সরকার হচ্ছে এই সরকার। তাকে পদত্যাগে বাধ্য করা হবে।.
.
এসময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামি জেলা শাখার সেক্রেটারী ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারী মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, জামায়াত নেতা এডভোকেট মহসিন কবির মুরাদ, শামসুল ইসলাম, আবুল ফারাহ নিশান, মমিন উল্লাহ পাটোয়ারি, রেজাউল ইসলাম খাঁন সুমনসহ জামায়াতে ইসলামীর কয়েক'শ নেতাকর্মী।. .
ডে-নাইট-নিউজ /
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: