• ঢাকা
  • বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রামগতিতে কিশোরী-কিশোরদের সাইকেল র‌্যালি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:৩৯ পিএম;
রামগতিতে কিশোরী-কিশোরদের সাইকেল র‌্যালি
রামগতিতে কিশোরী-কিশোরদের সাইকেল র‌্যালি

ভাংবো নিরবতা-রুখো নারী সহিংসতা এই শ্লোগানে লক্ষ্মীপুরের রামগতিতে বাল্য বিয়ে ও যৌন হয়রানির প্রতিরোধ সচেতনতায় কিশোরী-কিশোরদের বাইসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৭ জানুয়ারি) কিশোরী-কিশোর এর আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করির সহযোগিতায় পৌর আলেকজান্ডার বাজারে এ র্যালি অনুষ্ঠিত হয়।.

এ সময় র‌্যালি আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন, নিজেরা করির বিভাগীয় সমন্বয়ক খায়রুল ইসলাম, বিভাগীয় প্রশিক্ষক সবিতা তালুকদার, কেন্দ্রীয় সাংস্কৃতিক টিমের সমন্বয়ক বিভুতি রঞ্জন, অঞ্চল সমন্বয়ক স্বপ্না বিশ্বাস, আরো উপস্থিত ছিলেন, রামগতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  ঝন্টু বিকাশ চাকমা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: দিদার হোসেন ও আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রিয়াজ উদ্দিন।.

এছাড়াও স্থানীয় ভুমিহীন নেতা সিদ্দিকুর রহমান, জয়শ্রী দাস,,কিশোরী তমা দাস, সুবর্ণা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা নারীর প্রতি সকল ধরণের সহিংসতা প্রতিরোধে  সকলের জায়গা থেকে সচেতনার সহিত এগিয়ে আসার আহবান জানান।.

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ