• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মানবিক উদ্যোগে সরাইল উপজেলা অক্সিজেন ব্যাংক


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ২২ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ০৫:৪৮ পিএম;
মানবিক উদ্যোগে সরাইল উপজেলা অক্সিজেন ব্যাংক
মানবিক উদ্যোগে সরাইল উপজেলা অক্সিজেন ব্যাংক

করোনার ভয়াবহ পরিস্থিতিতে দেশজুড়ে যখন তীব্র অক্সিজেন সংকট , তখনই আমাদের সরাইল উপজেলার বিশ (২০) জন তরুণ মিলে ‘সরাইল অক্সিজেন ব্যাংক’ নামে স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলে। সংগঠনের সদস্যরা প্রথমে নিজেদের অর্থায়নে কয়েকটি অক্সিজেন সিলিন্ডার ক্রয় করে যাত্রা শুরু করে। এরপর সরাইল উপজেলার সামাজিক , সাংস্কৃতিক , রাজনৈতিক সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ , বিশেষ করে প্রবাসী ভাইদের অভূতপূর্ব সাড়া ও সহযোগিতায় অক্সিজেন ব্যাংকে একে একে সিলিন্ডার যোগ হতে থাকে। সরাইল উপজেলার তরুণরা নিজ উপজেলার করোনা আক্রান্ত রোগীদের যাদের অক্সিজেন দেওয়া অত্যাবশ্যক , দ্রুত তাদের নিকট বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়ে আসে , যে কারণে অক্সিজেনের সংকটে সরাইল উপজেলায় কোন সংকটাপন্ন রোগীর মৃত্যু ঘটেনি। তাদের মানবিক উদ্যোগ প্রশংসনীয় মানবিক উদ্যোগ , করোনা বিপর্যয়ে খেয় না হারিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সরাইল উপজেলার তরুণরা মানুষের পাশে দাঁড়িয়েছে। অক্সিজেন ব্যাংক গঠনে প্রবাসীদের মধ্যে মুজিবুর পাঠান , মহিউদ্দিন মনির , মুখশেদুল ইসলাম , সৈয়দ ইলিয়াছ , মোহাম্মদ সোহেল সহ স্থানীয় অনেকে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করে। এছাড়া এডঃ কামরুজ্জামান আনসারী , এডঃ সৈয়দ তানবির হোসেন কাউছার ,শফিকুল ইসলাম সেলু , ডাঃ ফখরুল ইসলাম শিবলী সাহেবসহ নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে এই অক্সিজেন ব্যাংকে সহযোগিতা করেন। "সরাইলের মেয়ে” নামের একটি সংগঠনও নগদ অর্থ প্রদান করে সরাইল অক্সিজেন ব্যাংকের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে ঢাকাস্থ সরাইল থানা সমিতি’র সম্মানিত ব্যক্তিবর্গ অক্সিজেন ব্যাংকে ১৫টি সিলিন্ডার প্রদান করে অক্সিজেন ব্যাংককে শক্তিশালী করেন। এতে সরাইল উপজেলা অক্সিজেন ব্যাংকে মোট সিলিন্ডারের সংখ্যা দাঁড়ায় ৪৪ টি। এরই মধ্যে বিভিন্ন রোগীর প্রয়োজনে বিনামূল্যে ১৫টি অক্সিজেন সিলিন্ডার তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে , যা অব্যাহত রয়েছে। করোনার আঘাত দীর্ঘস্থায়ী , যেহেতু রোগ নিরাময়ের স্থায়ী কোন ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি , তাই আগামী দিনগুলোতেও করোনার সংক্রমণ বৃদ্ধি বা করোনা আক্রান্ত রোগী বাড়তে পারে। এক্ষেত্রে সরাইল অক্সিজেন ব্যাংকের যে মজুদ তা আমাদের জন্য স্বস্তিদায়ক। তবে অবশ্যই আমাদের স্বাস্থ্যবিধি মেনে ও সর্বদায় মাস্ক পরিধান করে চলতে হবে। আমাদের সকলের স্বাস্থ্য সচেতনতা সরাইলের স্বেচ্ছাসেবী ভাইয়ের মানবিক এ উদ্যোগকে ফলপ্রসূ করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক কর্মে উত্‍সাহিত করবে।.

.

ডে-নাইট-নিউজ / মোঃ সজিবুর রহমান

সাক্ষাৎকার বিভাগের জনপ্রিয় সংবাদ