
.
.
বিনোদন ডেস্ক : মেধাবী অভিনেতা সানোয়ার খান সম্প্রতি শুটিং শেষ করেছে ভীতু ছেলে নাটকের। নাটকটি গাজীপুরের পূবাইলে ১৫ ও ১৬ আগস্ট বিভিন্ন লোকেশনে এর চিএায়ন হয়েছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জনপ্রিয় অভিনেতা হুমায়ুন কাবেরী। .
.
নাটকটি তে আরো অভিনয় করেছেন সৈকত আহমেদ, স্বর্ণা, হুমায়ূন কাবেরী, সানোয়ার খান, সৈকত, বুলবুল, সেবক কুমার, শরিফ,ময়না, নীলা সরকার, চিত্রা রানী। অভিনেতা সানোয়ার খান নাটকটি সম্পর্কে বলেন, দর্শক ভিন্ন রুপে আমাকে নাটকটি তে দেখতে পারবে। এবং দর্শকের নাটকটি ভালো লাগবে। অন্য দিকে নির্মাতা হুমায়ুন কাবেরী বলেন, দর্শকের কথা মাথায় রেখেই ভীতু ছেলে নাটকটি অত্যন্ত যত্ন সহকারে নির্মাণ করেছি। নাটকটি দর্শক নন্দিত হবে বলে আশা করছি। নাটকটি প্রযোজনা করেছেন এস কে মাল্টিমিডিয়া। নির্মাতা সূত্রে জানা যায়, খুব শিগ্রই ভীতু ছেলে নাটকটি একটি বেসরকারী টেলিভিশন সহ জনপ্রিয় ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে।.
. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: