• ঢাকা
  • সোমবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথ নতুন বাজার ব্যবসায়ী কল্যাণ সংস্হা'র আহবায়ক কমিটি গঠন 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:৫৪ পিএম;
বিশ্বনাথ নতুন বাজার ব্যবসায়ী কল্যাণ সংস্হা'র আহবায়ক কমিটি গঠন 
বিশ্বনাথ নতুন বাজার ব্যবসায়ী কল্যাণ সংস্হা'র আহবায়ক কমিটি গঠন 

বিশ্বনাথ প্রতিনিধিঃ দীর্ঘ দিন পর বিশ্বনাথ নতুন বাজার কল্যাণ সংস্হার উদ্যোগে নতুন বাজার পরিচালনার আহবায়ক কমিটি গঠন  ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ১৪ সেপ্টম্বর শনিবার বিকেলে বিশ্বনাথ নতুন বাজারে অস্থায়ী কার্যালয়ে। .

 .

আলোচনা সভাটি বিশ্বনাথ নতুন বাজার বণিক .

কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাজি মঈনুর রহমানের সভাপতিত্বে এবং বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির ১নং ওয়ার্ডের সাবেক কমিশনার  ও নেহা গ্রুপের চেয়ারম্যান আব্দুল মতিন রনির সঞ্চালনায়, এতে বক্তব্য রাখেন  মুরব্বী তাজ উদ্দিন, মুরব্বী আরশ আলী, বিশ্বনাথ পুরান বাজারের বিশিষ্ট  ও বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুস সোবহান, নুরুল হক, আব্দুস সত্তার বক্স উল্লা, সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম, বাবুল আহমদ, কয়ছর আহমদ,  কাওছার আহমদ, নুরুল ইসলাম,.

 .

সভায় প্রথমেই কুরআন থেকে তিলাওয়াত করেন, বিশ্বনাথ নতুন বাজার জামে মসজিদের মোয়াজ্জিন মাওলানা হারিছ উদ্দিন।.

 .

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন,  ইউনুছ মিয়া, নজির মিয়া,বাবুল মিয়া, রফিক  আলী,  আমির আহমদ, আরজু মিয়া, ইবরাহিম আলী, তছির আলী, কবির মিয়া, জাহিদ আহমদ, সামছুল ইসলাম,  তজমুল আলী, মাসুক মিয়া, জইর আলী প্রমুখ। .

 .

সভায় উপস্হিত সকলের সর্বসম্মতিক্রমে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।  আহবায়ক কমিটি নেতৃবৃন্দরা হচ্ছেন - .

 .

আহবায়ক - হাজি মঈনুর রহমান.

যুগ্ন আহবায়ক  -  আব্দুস সত্তার বক্স উল্লাহ.

যুগ্ন আহবায়ক -নূরুল হক.

যুগ্ন আহবায়ক - নজির আহমদ.

যুগ্ন আহবায়ক - বাবুল মিয়া.

যুগ্ন আহবায়ক - তৌরিছ মিয়া.

 .

সদস্য সচিব  - সিরাজুল ইসলাম.

 .

যুগ্ন সদস্য সচিব  - আব্দুল মতিন রনি.

যুগ্ন সদস্য সচিব - কাওছার আহমদ.

 .

কোষাধ্যক্ষ  - আনহার হোসাইন.

 .

সদস্য .

 .

নূরুল ইসলাম.

আজিজুর রহমান.

তোতা মিয়া.

আব্দুস শহিদ.

সায়েদ আহমদ.

ফয়জুল ইসলাম.

সেবুল আহমদ.

আজিজুর রহমান বাবুল.

জাহাঙ্গীর আলম.

জহির আলী.

 .

আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বনাথ নতুন বাজারের বিগত দিনের কোনো হিসাব নিকাশ নেই! বাজারের ব্যবস্হাপনা বলে কিছুই ছিলোনা! বাজারের ব্যবসায়িরা ছিলো খুবই অসহায় ও নিরুপায়! এ অবস্হার পরিবর্তনের একটি সুযোগ হয়েছে ৫ আগস্টের পট পরিবর্তনে। তাই বর্তমানে বাজারের সার্বিক বিষয় গুলো সুষ্ঠু ভাবে সমাধানের জন্য একটি বাজার পরিচালনা কমিটি গঠনের প্রয়োজন। আর এই  কমিটিতে হতে হবে একদল সৎ ও নিষ্ঠাবান ব্যবসায়ি।  বক্তারা উপস্হিত সকলের সহযোগীতা কামনা করেন।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ