বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘করোনা ভাইরাস’ প্রতিরোধে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মঙ্গলবার (১৭ জুন) দুপুরে এক সতর্কতামূলক সভা অনুষ্ঠিত হয়েছেসম্প্রতি পার্শ্ববর্তি অন্যান্য দেশে করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট এর সংক্রমন বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের অভ্যন্তরে ‘করোনা ভাইরাস’ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে ওই সভা অনুষ্ঠিত হয়।.
.
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, ‘করোনা ভাইরাস’ আমাদের জীবনে এক গভীর দুঃস্বপ্নের মতো ফিরে এসেছে, নতুন রূপে। এক নতুন ভ্যারিয়েন্ট হিসেবে। ওই নতুন রূপ হয়তো আগের থেকে কম বা বেশি সংক্রামক হতে পারে।কিন্তু প্রতিরোধের উপায় একইঃ সচেতনতা, সতর্কতা এবং সম্মিলিত প্রচেষ্টা। তাই সকলকে ‘করোনা প্রতিরোধে’ সচেতন হয়ে সবাইকে নির্দেশনা মেনে চলার আহবান জানান তিনি।.
.
উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা বিজিত কুমারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ ইমাদ উদ্দিন মাস্টার, পৌর জামায়াতের নায়েবে আমির এইচএম আক্তার ফারুক, পৌর বিএনপির সাংগঠনিক গোবিন্দ মালাকার, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য্য, থানার এসআই পান্না রায়। সভায় এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।.
ডে-নাইট-নিউজ /
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: