• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে হুসাইনিয়া ছাত্র সংসদের কমিটি, ভিপি জুমান জিএস ইউসুফ 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:২৯ এএম;
বিশ্বনাথ, হুসাইনিয়া ছাত্র সংসদ, কমিটি, ভিপি জুমান, জিএস ইউসুফ,
বিশ্বনাথে হুসাইনিয়া ছাত্র সংসদের কমিটি, ভিপি জুমান জিএস ইউসুফ 

বিশ্বনাথ প্রতিনিধি : পশ্চিম সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার হুসাইনিয়া ছাত্র সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। .

 .

 .

 .

 .

 .

রবিবার (১ সেপ্টেম্বর) বিশ্বনাথের সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার হুসাইনিয়া ছাত্র সংসদের ২০২৪-২৫ সেশনের ওই কমিটি ঘোষণা করেন ছাত্র সংসদের সভাপতি ও মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো. ছালেহ আহমদ বেতকোনী।এসময় মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী, মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত, সহকারী অধ্যাপক (বাংলা) আলীনূর হোসেন বিপ্লব সহ আসাতিযায়ে কেরামগণ উপস্হিত ছিলেন। এতে সর্বসম্মতিক্রমে মো. আব্দুল লতিফ (কামিল ২য় পর্ব) কে ভিপি-১, আব্দুল মুকিত জুমান (অনার্স ৪র্থ বর্ষ) কে ভিপি-২ ও মুহাম্মদ ইউসুফ খান (কামিল ১ম পর্ব) কে জিএস মনোনীত করে ৫৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। .

 .

 .

 .

 .

 .

 .

 .

কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক আফসার হোসাইন কামিল ১ম পর্ব, সহ- সাধারণ সম্পাদক ইমরান আহমদ অনার্স ৩য় বর্ষ, সাংগঠনিক সম্পাদক জহুর উদ্দিন অনার্স ৪র্থ বর্ষ, সহ- সাংগঠনিক সম্পাদক লায়েক মিয়া সোহাগ অনার্স ২য় বর্ষ, মো. গিয়াস উদ্দিন ফাযিল ১ম বর্ষ, অর্থ সম্পাদক লায়েক আহমদ অনার্স ২য় বর্ষ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম অনার্স ১ম বর্ষ, সহ- প্রচার সম্পাদক আবু সাঈদ অনার্স ১ম বর্ষ (পুরাতন), মাহবুবুর রহমান জুবায়ের ফাজিল ১ম বর্ষ, ছাত্রকল্যাণ সম্পাদক হাফিজ মোস্তাক আহমদ অনার্স ২য় বর্ষ, সহ- ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল মতিন আলিম ২য় বর্ষ, শিক্ষা ও আইসিটি সম্পাদক জাফর আলী ফাযিল ১ম বর্ষ, শিক্ষা ও আইসিটি সহকারী সম্পাদক সানোয়ার হোসেন আলিম ২য় বর্ষ, আবু আইয়ুব আনসারী আলিম ২য় বর্ষ, প্রশিক্ষণ সম্পাদক জৈন উদ্দিন কামিল ২য় পর্ব, সহ- প্রশিক্ষণ সম্পাদক শেখ দেলোয়ার হোসাইন অনার্স ৪র্থ বর্ষ, সাইদুর রহমান রিপন ফাজিল ১ম বর্ষ, সেমিনার সম্পাদক ছাদির হোসেন অনার্স ২য় বর্ষ, সহ- সেমিনার সম্পাদক ছাব্বির হোসেন অনার্স ১ম বর্ষ(পুরাতন), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মারজান মো. রুহী অনার্স ১ম বর্ষ, সহ- সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সালমান আহমদ ফাযিল ১ম বর্ষ, শিহাব উদ্দিন শাহান আলিম ১ম বর্ষ, পাঠাগার সম্পাদক  নাজমুল ইসলাম আলিম ১ম বর্ষ, সহ- পাঠাগার সম্পাদক নূর আলম সিদ্দীক আলিম ১ম বর্ষ, অফিস সম্পাদক মোবারক উল্লাহ রায়হান আলিম ২য় বর্ষ, সহ- অফিস সম্পাদক আজহারুল ইসলাম তাওহীদ আলিম ১ম বর্ষ, দাখিল সম্পাদক আব্দুল হালিম তালুকদার দাখিল ৯ম শ্রেণি, সহ- দাখিল সম্পাদক শাহ আব্দুর রহমান মিহাদ দাখিল ৯ম শ্রেণি, ইবতেদায়ি সম্পাদক ছাদিকুর রহমান ইমন ইবতেদায়ি ৫ম শ্রেণি।.

 .

 .

 .

 .

 .

 .

 .

শ্রেণী প্রতিনিধি আবু হামজা ইবি. ৪র্থ, ছাদিকুর রহমান ইবি. ৫ম, ওয়াহিদুর রহমান আবির দাখিল ৬ষ্ঠ, নাসিম আল হাসান দাখিল ৭ম, আবু সালেহ মোস্তাফিজ দাখিল ৮ম, রাইসুল ইসলাম দাখিল ৯ম, আবু বকর দাখিল ১০ম, আব্দুল কাহহার আলিম ১ম বর্ষ, রোহান আহমদ আলিম ২য় বর্ষ, আলী হোসেন ফাজিল ১ম বর্ষ (নতুন), গোলাম সারওয়ার মাহবুব ফাজিল ১ম বর্ষ (পুরাতন), রেজাউল করিম রেজা ফাজিল ২য় বর্ষ, আতাউর রহমান ফাজিল ৩য় বর্ষ, কামিল আহমদ অনার্স ১ম বর্ষ (নতুন), সোহাগ আহমদ অনার্স ১ম বর্ষ (পুরাতন), মোকাদ্দাসুর রহমান অনার্স ২য় বর্ষ (নতুন), এমরান হোসাইন অনার্স ২য় বর্ষ (পুরাতন), মো. বদরুজ্জামান অনার্স ৩য় বর্ষ, আব্দুল ওয়াহিদ অনার্স ৪র্থ বর্ষ, তোয়াহেদ আলী কামিল ১ম পর্ব (হাদিস), আব্দুল মান্নান লাভলু কামিল ২য় পর্ব (হাদিস), শফিকুল ইসলাম রাহিন কামিল ১ম পর্ব (ফিকহ্), আশিকুর রহমান কামিল ২য় পর্ব (ফিকহ্), আফজল হোসাইন কামিল (মাস্টার্স)।. .

ডে-নাইট-নিউজ /

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ