বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা দক্ষিণপাড়ায় খাজাঞ্চী ইউনিয়নের ১৮ বছরের এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করা হয়েছে। এব্যাপারে ধর্ষিতার মা বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন। বিশ্বনাথ থানায় মামলা নং ১৫ (তাং ২৮/০১/২০২৬ইং)।.
.
মামলার প্রেক্ষিতে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের (দক্ষিণ পাড়ার) লিলু মিয়ার ছেলে মোঃ জাহিদ প্রকাশ নাঈম (২১)’ কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করেন।.
বাদীর লিখিত এজাহার সূত্রে জানা গেছে, ২৫/৩০ বছর পূর্বে বাদীর স্বামী রামপাশা গ্রামে লিলু মিয়ার বোনকে দ্বিতীয় বিয়ে করে সেখানেই বসবাস শুরু করেন। তবে তাদের দুই সতিনের মধ্যে মিল ছিল। যে কারণে প্রায়ই বাদীর বাড়িতে এসে থাকতেন। প্রায় ৭ মাস পূর্বে বাদীর সতিনের মা মারা গেলে সে (সতিন) বাদীর সহজ-সরল ও আংশিক বুদ্ধিপ্রতিবন্ধী (ধর্ষিতা) মেয়েকে রামপাশা গ্রামস্থ তার বাড়িতে নিয়ে যায় এবং টানা ৭ মাস তার কাছেই রাখেন। বাদীর মেয়ে সতিনের বাড়িতে থাকাকালে সতিনের ভাইপো জাহিদ প্রকাশ নাঈম ১.০৭.২০২৫ইং রাত সাড়ে ৮টা হইতে বিভিন্ন সময়ে বাদীর বুদ্ধিপ্রতিবদ্ধী মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। এতে সে গর্ভবতি হয়ে গেলেও বিষয়টি আমাদেরকে অবহিত করেনি। ফলে দীর্ঘ ৭ মাস পর যখন আমার মেয়ে আমার বাড়িতে আসে, তখন তার শারীরিক পরিবর্তন দেখে বিষয়টি আমার স্বামীকে অবহিত করলে ২৬.০১.২৬ইং আমার স্বামী ও সতিন তাকে (ধর্ষিতা) রামপাশা বাজারস্থ সিরাজুলের ফার্মেসীতে নিয়ে যান।চিকিৎসা শেষে আমার মেয়েকে আবার তারা আমার কাছে দিয়ে যান। তবে ২৭.০১.২৬ইং তারিখ সকাল সাড়ে ৮টার দিকে আমার মেয়ের প্রসব ব্যাথা শুরু হয় এবং সে একটি মৃত ছেলে সন্তান প্রসব করে। এরপর আমার মেয়ের কাছ থেকে সব তথ্য পেয়ে প্রথমে বিষয়টি এলাকার মুরব্বীদের অবহিত করি। তবে তারা আমার সব কথা শুনে এব্যাপারে থানা পুলিশের সরণাপন্ন হওয়ার কথা বলেন । সুষ্ঠ বিচার পাওয়ার আসায় আমি ওই তারিখে রাত ১১টার দিকে থানার হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করি।.
.
এব্যাপারে থানায় মামলা দায়ের ও জাহিদ প্রকাশ নাঈমকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এসআই অনিক বড়ুয়া বলেন, বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত সাপেক্ষে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারী) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়, আর আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।.
. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: