• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ২৭ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে প্রবাসীকে অজ্ঞাত ফোনে হুমকি: নিরাপত্তায় থানায় জিডি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:১৮ পিএম;
বিশ্বনাথে প্রবাসীকে অজ্ঞাত ফোনে হুমকি: নিরাপত্তায় থানায় জিডি
বিশ্বনাথে প্রবাসীকে অজ্ঞাত ফোনে হুমকি: নিরাপত্তায় থানায় জিডি

বিশ্বনাথ  সিলেট) প্রতিনিধি: অজ্ঞাত ফোন নাম্বার দিয়ে লন্ডন প্রবাসীকে হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন এক ভুক্তভোগী। বিশ্বনাথ উপজেলার ৮নং দশঘর ইউনিয়নের শমেমর্দান গ্রামের মৃত ইন্তাজ আলীর পুত্র মোঃ সোনা মিয়া (৪৯) মঙ্গলবার ২৭ জানুয়ারী সিলেটের বিশ্বনাথ থানায় নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে সাধারণ ডায়েরীটি করেন।বিশ্বনাথ থানায় ডায়েরী নং ১৪০৯-২৭/০১/২৬ ইং।.

 .

থানায় লিখিত ডায়েরী সূত্রে জানা গেছে লন্ডন প্রবাসী দশঘরের শমেমর্দান গ্রামের সোনা মিয়া দেশে ছুটি কাটাতে আসার পর অজ্ঞাত একটি ফোন নাম্বার থেকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ভয়ভীতি প্রদান করছে তাকে।হুমকির কারণে তিনিসহ পরিবারের অন্যান্য সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।বিষয়টি ভবিষ্যতের জন্য এবং প্রশাসনের নজরে রাখতে তার এই সাধারণ ডায়েরী করা।.

 .

সোনা মিয়া তার বক্তেব্যে উল্লেখ করেন, আমি একজন লন্ডন প্রবাসী। আমি বাৎসরিক ছুটিতে লন্ডন হতে বাংলাদেশে আসি। আমি বাংলাদেশে আসার পর হইতে অজ্ঞাতনামা বিবাদীর মোবাইল নম্বর-01321-579627 হইতে আমার ব্যবহৃত মোবাইল নম্বর-447877054063, 01305261969 তে এবং হোয়াটস অ্যাপে ফোন দিয়ে বিভিন্ন ধরনের হুকমি প্রদান করিতেছে। যাহার ফলে আমি ও আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভূগিতেছি। .

 .

বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরীর সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার এস আই অণিক বডুয়া জানান, ভুক্তভোগী অভিযোগ করেছেন এবং বিষয়টি ডায়েরীভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পুলিশ ব্যবস্থা নেবে।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ