• ঢাকা
  • বুধবার, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ; ০৭ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে জমি সংক্রান্ত বিরোধে অতর্কিত হামলায় আহত ৬


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৪ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:০৫ পিএম;
বিশ্বনাথে জমি সংক্রান্ত বিরোধে অতর্কিত হামলায় আহত ৬
বিশ্বনাথে জমি সংক্রান্ত বিরোধে অতর্কিত হামলায় আহত ৬

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের খাজাঞ্চি বাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। শনিবার ৩ জানুয়ারি  রাতে খাজাঞ্চী ইউনিয়নের খাজাঞ্চী মসজিদ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।.

 .

 হামলায় একই পরিবারের ৬জন গুরুত্বর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সংঘর্ষের ঘটনায় গুরুত্বর আহতরা হলেন, উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রহিমপুর গ্রামের মৃত হাজী আব্দুর হামিদের পুত্র নিজামুল ইসলাম, এমডি উদ্দিন মঈনুল ইসলাম, নিজামুল ইসলামের পুত্র শাহরিয়ার, ইমাম হোসেন, নুরুল ইসলামের পুত্র আরিফুল ইসলাম ও মুর্শেদ আলম।    .

ভূক্তভোগী ও থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রহিমপুর গ্রামের এমডি উদ্দিন মঈনুল ইসলামের পরিবারের সাথে তার চাচাতো ভাই মুজিবুর রহমানের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার সময় মঈনুল ইসলামের ভাই ও ভাতিজারা তাদের নিজস্ব দোকানে অবস্থান করছিলেন। বিবাদী মুজিবুর রহমান ও সোহেনা বেগম অনজুর নেতৃত্বে ১৫-২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে দোকানে হামলা চালায়। এতে মঈনুল ইসলামের ভাই ও ভাতিজাসহ ৬জন গুরুত্বর আহত হন। এছাড়াও তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, নগদ ৩০হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা।.

গুরুত্বর আহত নিজামুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।.

 .

সংঘর্ষের ঘটনার সতত্য নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, থানা পুলিশের একটি ইউনিট গতকাল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।. .

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ