বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে খাজাঞ্চি বাজার সংলগ্ন ইয়াহইয়া কনভেনশন সেন্টারে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও শোক সভা পালন করা হয়েছে । এ উপলক্ষে দোয়া মাহফিল ও সম্পন্ন করা হয়। .
১১ ই আগস্ট শুক্রবার বিকেলে খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর এর সঞ্চালনায়, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নুর মেম্বারের সভাপতিত্বে ও সেচ্ছাসেবক লীগ নেতা হাফিজ মইন উদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগ নেতা রঞ্জিত দাস রঞ্জু।.
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ ই আগস্টে শাহাদাৎ বরণকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানিয়ে সবাই দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।.
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন ; সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। .
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে বলেন; মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় দেশ এখন স্মার্ট বাংলাদেশের পথে। স্মার্ট বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন। এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহেনার সুস্থতা, দীর্ঘায়ু কামনা করেন। খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত নেতাদের আত্নার মাগফেরাত ও শান্তি কামনা করেন তিনি ।.
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন; বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারন সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ন সম্পাদক মকদ্দুস আলী, উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ আলী, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক জেলা পরিষদের সদস্য এড গিয়াস উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য কবির আহমদ কুব্বার, পৌর আওয়ামী লীগ এর যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগ এর সহ সভাপতি আব্দুল মুহিত ও যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আছাব উদ্দিন।.
বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক কনক দেবনাথ, প্রচার সম্পাদক লিয়াকত আলী, সদস্য মাসুক মিয়া, আওয়ামী লীগ নেতা যুতির্ময় মতি মেম্বার,আব্দুল কাদির , নুরুল ইসলাম, তেরা মিয়া, আরশ আলী, উপজেলা ছাত্রলীগ এর সাবেক আহ্বায়ক যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা আশিক খান, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি আব্দুল খালিক, সাধারণ সম্পাদক পরিমল, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি চেরাগ আলী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি আনছার আলী সাধারণ সম্পাদক নিরেন্দ্র দাস ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক পংকু দেবনাথ ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক রাগীব আলী ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক কাওছার আহমদ ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি সুরত আলী, সাধারণ সম্পাদক রুপালী, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক সাকিবুর নুর ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি হাজী আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ইউনিয়ন যুবলীগ এর সহ সভাপতি জামাল উদ্দিন, মাসুক মিয়া, স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা বিপ্লব দেব প্রমুখ।.
সভায় খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন.
আলোচনা সভা শেষে, দোয়া পরিচালনা করেন খাজাঞ্চি স্টেশন কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতীব মুফতি আব্দুর রহমান। .
ডে-নাইট-নিউজ / মোঃ আব্দুল কাইয়ুমঃ
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: