• ঢাকা
  • রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ; ২৫ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর স্ত্রীর মর্মান্তিক মৃত্যু


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:০৮ পিএম;
ফুলবাড়ী,  বিদ্যুৎ, স্পৃষ্ট,  প্রবাসী,  স্ত্রী,  মর্মান্তিক,  মৃত্যু
ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঁখিমনি (২৭) নামের এক প্রবাসীর স্ত্রী মারা গেছেন। শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার বেতদিঘী ইউনিয়নের মাদিলাহাট এলাকার চিন্তামন রাধিকাপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবাসী হারুনুর রশিদ সম্প্রতি গ্রামে একটি নতুন বাড়ি নির্মাণ করেছেন। নতুন বাড়ির বৈদ্যুতিক কাজ এখনো শেষ হয়নি। ফলে পুরনো বাড়ি থেকে অস্থায়ীভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে প্রয়োজনীয় কাজ চলছিল। ওই সংযোগের তারটি একটি লোহার দরজার পাশ দিয়ে নেয়া হয়েছিল।
 
 
অসাবধানতাবশত তারে লিকেজ হয়ে দরজার পুরো গেটটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। দুপুরের দিকে আঁখিমনি দরজা খোলার সময় বিদ্যুতায়িত গেট স্পর্শ করলে তিনি সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে যান। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দ্রুত মেইন সুইচ বন্ধ করে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আঁখিমনির একটি ৭ বছরের মেয়ে রয়েছে।
 
 
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্ত ও সুরতহাল শেষে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে। 
.

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ