ফুলবাড়ীতে ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে ব্যক্তির মৃত্যু
দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সানোয়ার হোসেন (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি গতকাল শনিবার দুপুরে উপজেলার শিবনগর ইউনিয়নের চককবির গ্রামে ঘটেছে। তিন মেয়ে ও এক ছেলের জনক নিহত সানোয়ার হোসেন ওই গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।.
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে খাবার শেষে বাড়ির নষ্ট টেবিল ফ্যান মেরামত করতে বসেন। মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুপিয়ে পড়েন। পরিবারের লোকজন বিদ্যুৎ সংযোগ বন্ধ করে সানোয়ার হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।.
আপনার মতামত লিখুন: