• ঢাকা
  • সোমবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকরা পেলেন সার ও বীজ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:০৮ পিএম;
ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকরা পেলেন সার ও বীজ
ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকরা পেলেন সার ও বীজ

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :  দিনাজপুরের ফুলবাড়ীতে ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান ফসল ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।.


সোমবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ্ তমাল।
    উদ্বোধনকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহিনুর ইসলামসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পৌরএলাকাসহ উপজেলার ৭টি ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার জানান, উক্ত কর্মসূচির আওতায় ফুলবাড়ী উপজেলার ৫০০ জন কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং ৮০ জন কৃষককে ১কেজি করে পাটের বীজ বিতরণ করা হয়েছে।
 . .

ডে-নাইট-নিউজ /

কৃষি বিভাগের জনপ্রিয় সংবাদ