• ঢাকা
  • সোমবার, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ০৫ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে নিত্যপণ্য সামগ্রীর দাম বৃদ্ধি ও বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৪ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:৫৫ পিএম;
ফুলবাড়ী,  নিত্যপণ্য,  সামগ্রী,  দাম,  বৃদ্ধি,বাজার,  মনিটরিং,  দাবি, ক্রেতা
ফুলবাড়ীতে নিত্যপণ্য সামগ্রীর দাম বৃদ্ধি ও বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের

দিনাজপুরে ফুলবাড়ীতে নিত্যপণ্যের মুল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছে মধ্যবিত্ত ও নিন্ম আয়ের মনুষেরার। সপ্তারে ব্যবধানে হাঁস,মুরগী,ডিম, কাঁচাবাজারসহ প্রায় সবপণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। বিক্রেতা বলছেন সরবরাহ কমে যাওযার কারনে দাম বৃদ্ধি পেয়েছে। ক্রেতারা বলছেন সঠিক বাজার মনিটরিং না থাকায় দিন দিন পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। উপজেলার প্রায় সবখানেই নিত্যপণ্যের মুল্য বৃদ্ধি পেয়েছে।.

 .

সপ্তাহের ব্যবধানে এমন মুল্য বৃদ্ধিতে সবচেয়ে বিপদে পড়েছে খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষসহ মধ্যবিত্তরা। বাজার ঘুরে দেখা যায়। দুই দিনের ব্যবধানে সোঁনারী মুরগী ১৫ থেকে ২০ টাকা, বয়লার মুরগীর ১০ থেকে ১৫ টাকা ও বেলজিয়া  হাসের দাম বৃদ্ধি পেয়েছে ৩০ টাকা।  সেই সাথে সপ্তাহের ব্যবধানে দুই, একটি পণ্য বাদে, কাঁচা বাজারের সব সবজি জাতীয় পণ্যে মুল্য বৃদ্ধি পেয়েছে। এছাড়া কিছুদিন আগে যে গরুর মাংসো ৬৫০ কেজি ছিলো তা এখন ৭০০ থেকে ৭২০ টাকা দরে বিক্রয় হচ্ছে। অপরদিকে খাসির মাংসো ১০৫০ টাকা দরে বিক্রয় হচ্ছে। বাজারে ইলিশের উপস্থিত নেই।  অন্যান্য মাছের দামও ক্রেতারেত নাগালের বাহিরে।  
 .

 .

বাজারে নিত্যপণ্য ক্রয় করতে আসা ক্রেতা রেজাউল ইসলাম বলেন, আমরা নিন্ম আয়ের মানুষ আমাদের দিনা এনে দিনে খেতে হয় । যে পরিমানে বাজারের তরি তরকারীর মুল্য বৃদ্ধি পেয়েছে তাতে ভালো কিছু কিনে পরিবারকে দেওয়া অসম্ভব হয়ে দাড়িয়েছে। একই কথা বলেন, রবিউল ইসলাম। ভ্যান চালক বাবুল বলেন বর্তমানে ধানা কাটা চলছে এতে রাস্তায় মানুষ নাই সেই কারনে রোজগার কমে গেছে এর উপরে সব জিনিষের মুল্য বৃদ্ধি পেয়েছে। পরিবার পরিজন নিয়ে চলা ধাই হয়ে পড়েছে।
সবজি বিক্রেতা আজমত আলী বলেন, মোকামে মাল পাওয়া যাচ্ছে না। সরবরাহ কম থাকায় পেয়াজ,রসুন,কাঁচাঝালসহ সবপণ্যের দাবি বৃদ্ধি পেয়েছে।.

 .

আমরা বেশি দামে কিনছি। বেশি দামে বিক্রয় করছি। এদিকে নাগরিক সমাজের আহবায়ক হামিদুল হক বলেন, বাজার মনিটরিং এর মাধ্যমে দ্রব্যমুল্য নিয়ন্ত্রনের ব্যবস্থা নিতে হবে। তা না হলেন যার যেমন ইচ্ছা সে সেই রকম করে পণ্যের দাম হাকাচ্ছেন। আমরা এবিষয়ে সরকারে সুদৃষ্টি কামনা করছি। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী বলেন,সরকারের নিদের্শনা মোতাবেক বাজার নিয়ন্ত্রনে প্রশাসন তৎপর রয়েছে। সরবরাহ কম থাকায়  বর্তমানে কিছু কিছু পণ্যের মুল্য বৃদ্ধি পেয়েছে। অযৌতিক  কোন  পণ্যের মুল্য বেশি নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। সেই সাথে বাজার নিয়ন্ত্রনের আমাদের বাজার মনিটরিং অব্যাহত থাকবে। . .

ডে-নাইট-নিউজ / মোঃ হারুন-উর-রশীদ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ