দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন,পরিষদ ও উপজেলা আওয়ামীযুবলীগের পৃথক পৃথক আয়োজনে ঐতিহাসিক ৭ ই মার্চ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাত ১২টা এক মিনিটে প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে  পুষ্পার্পক অর্পণ করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দরা। পরে সোমবার সকালে পুস্পার্পক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান মো.আতাউর রহমান এর নেতৃত্বে উপজেলা পরিষদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রিয়াজ উদ্দিন এর নেতৃত্বে উপজেলা প্রশাসন,বীর মুক্তিযোদ্ধাগণ, ফুলবাড়ী থানা পুলিশ সহ সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপজেলা আওয়ামীযুবলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলার স্বস্ব প্রতিষ্ঠানে নানা কর্মসুচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
 .
ডে-নাইট-নিউজ /
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: