ফরিদপুরে বিভাগীয় গণসমাবেশের জন্য আগামী ১২ নভেম্বর বিএনপিকে শহরের উপকণ্ঠের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট স্কুল মাঠ বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন।.
বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা।.
বিএনপির একাধিক সূত্র থেকে জানা গেছে, ফরিদপুরের বিভাগীয় সমাবেশের জন্য বিএনপির পক্ষ থেকে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠসহ বিকল্প আরও ৩টি স্থান চাওয়া হয়েছিল। এর মধ্যে কোমরপুরের স্কুল মাঠ ছিল না।.
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা জানান, দলীয় ভাবে মিটিং করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।.
এ সময় সম্ভাব্য সমাবেশস্থল পরিদর্শনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন।.
ডে-নাইট-নিউজ /
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: