
আহা! কতই না কষ্টের! আর কতই না বেদনাদায়ক! প্রবাস জীবনে না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট দানবীর, সৌদিয়ারব মক্কার বিশিষ্ট ব্যবসায়ী, এবং উখিয়ারঘোনা সওদাগর পাড়া হাজ্বী এম.এন.এ কমপ্লেক্স এর মালিক, আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য, আমার প্রতিবেশী, চাঁচা মৌলানা মোহাম্মদ আবু তাহের। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।.
অনেক ভালো এবং ভদ্র মানুষ ছিলেন চাঁচা মরহুম আবু তাহের। আল্লাহ পাক ওনার ভুলত্রুটি থাকলে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। যতটুক শুনতে পেলাম, সুস্থ শরীর নিয়ে রাতে খাওয়া করে ঘুমিয়েছিলেন চাঁচা আবু তাহের। আর রাতে ঘুম অবস্থায় তাহার মৃত্যু! এসব থেকে আমরা শিক্ষা নিতে পারি, মৃত্যুর জন্য কোনো বয়স বা কোনো সময় লাগে না। সবকিছু সৃষ্টিকর্তা আল্লাহর ফয়সালাতে হয়। ওনার বড়ো ভাই জনাব ছফুর আলী সওদাগর এবং ওনার বাবা হাজী নূর আহমদ এখনো সুস্থ এবং বেচে আছেন। অথচ মেজু ছেলে চলে গেলেন না ফেরার দেশে। বিভিন্ন মসজিদ .
মাদ্রাসায়, বিভিন্ন দরিদ্র পরিবারের মেয়ে বিয়ে দেয়ার পেছনে মরহুম আবু তাহের চাঁচার সাপোর্ট ছিল অনেক। আমাদের মহল্লার নতুন মসজিদটা হওয়ার পেছনেও মরহুম আবু তাহের চাঁচার যথেষ্ট অবদান ছিল। আর মরহুম আবু তাহের চাঁচা খুবই অমায়িক ও যথেষ্ট ভদ্র মানুষ ছিলেন। বিশেষ করে দরিদ্র পরিবারের ছেলে-মেয়েরা যারা অর্থের অভাবে পড়াশোনা করতে হিমসিম খেতো, আমি দেখেছি মরহুম আবু তাহের চাঁচা সেসব গরীব ছাত্র-ছাত্রীদের .
অনেকটা সাপোর্ট দিয়ে যেতেন। মরহুম আবু তাহের চাঁচা এক ছেলে তিন মেয়ে রেখে যান। কিন্তু ছেলে-মেয়েগুলো এখনো অনেকটা ছোটো। রাব্বুল আলামীন, শোকসন্তপ্ত পারিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দিন। আল্লাহ তা'আলা মরহুম আবু তাহের চাঁচার সমস্ত দান খায়রাতগুলো কবুল করুন। ওনার ভুলত্রটিগুলো ক্ষমা করুন। এবং পরিশেষে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমীন।. .
ডে-নাইট-নিউজ / দিদারুল আলম জিসান
কপিরাইট © 2015-2025 Dnnbd.com, ডে-নাইট গ্রুপের একটি অংঙ্গ প্রতিষ্ঠান।
Design & Developed by ICT Sky Ltd.
আপনার মতামত লিখুন: