• ঢাকা
  • সোমবার, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ০৫ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

পাঁচ বছরেও শেষ হয়নি পাকাকরণ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৪ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:৩১ পিএম;
পাঁচ,  বছর,  পাকাকরণ
পাঁচ বছরেও শেষ হয়নি পাকাকরণ

খোঁড়াখুঁড়ির পাঁচ বছর অতিবাহিত হওয়ার পরও পাকা হয়নি মাত্র দুই কিলোমিটার রাস্তা। টেন্ডারের পর কিছু ভিট বালু আর কংক্রিট ফেলে উধাও হয়ে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।অভিভাবকহীন এই রাস্তাটি আর কতবছর গেলে কাজ শেষ হবে সদুত্তর নেই কারো কাছে। একটু বৃষ্টি হলেই খানাখন্দে পানি জমে যাতায়াতে চরম কষ্টে পড়েন এলাকাবাসী।জনগুরুত্বপূর্ণ এই রাস্তার কাজ সম্পন্ন না করে ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও হওয়ার পেছনে কি কারণ জানার চেষ্টা করলে বিএম ট্রেডার্স এর স্বত্বাধিকারী আমিরুল ইসলাম বাবুল জানান প্রায় দুই বছর আগে আমি কাজটি ছেড়ে দিয়েছি। লস দিয়ে কাজ করতে পারব না।.

 .

 .

বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের রাজাগঞ্জ বাজার টু উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ভায়া খাজাঞ্চি গাঁও লামাকাজী সংযোগ সড়কের পাকাকরণ কাজের টেন্ডার পায় বিএম ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। ২০১৯ সালের  ডিসেম্বর পাওয়া টেন্ডারের কাজ ২০২০ সালের  ডিসেম্বর  বছরের মধ্যে সমাপ্ত হওয়ার কথা থাকলেও মেয়াদ শেষে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান।এরপর খোঁড়াখুঁড়ি করে কিছু অংশে বালুকংক্রিট ফেলার পর কাজের মান নিয়ে এলাকার সচেতন মহলের অনেকেই আপত্তি জানান। আপত্তির প্রেক্ষিতে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ না করে চলে যায়। এরপর রি-টেন্ডারের মাধ্যমে কাজটি সমাপ্তের আশ্বাস মেলে উপজেলা প্রকৌশল অফিস থেকে। কিন্তু  বছর পেরিয়ে গেলেও কোনো অগ্রগতি না হওয়ায় হতাশ এলাকাবাসী। .

 .

দীর্ঘদিন ধরে কাজ সমাপ্ত না করায় এলাকাবাসীর মনে বিরাজ করছে ক্ষোভবাড়ছে হতাশা। দ্রুত পাকাপোক্ত করার দাবী করছেন স্থানীয় এলাকাবাসী। স্থানীয় কান্দিগ্রামের বাসিন্দা সিরাজ মিয়া, জামাল উদ্দিন, ফারুক মিয়া, ফিরোজ আলী জানান; দীর্ঘ ৫ বছর ধরে কাজ বন্ধ, ঠিকাদার কিছু অংশে কাজের খোঁড়াখোঁড়ি করে, বালু, কংক্রিট  ফেলে  উধাও হয়ে গেছে। বর্ষায় হাটুসম পানি জমে চলাচলে মারাত্মক বিঘ্নের সৃষ্টি হয়। দ্রুত সড়কটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা।.

 .

বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী মোঃ আবু সাঈদ জানান; এই প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। আগের ঠিকাদারের টেন্ডার বাতিল করা হয়েছে। পরবর্তী বরাদ্দ এলে এই রাস্তাটি নতুন করে পাকাকরণের ব্যবস্থা নেওয়া হবে।. .

ডে-নাইট-নিউজ / মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধিঃ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ