• ঢাকা
  • রবিবার, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৪ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

পলিথিন ব্যাগে ভরে চোলাই মদ বহন কালে গ্রেফতার : জোতিশ চন্দ্র


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৪ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:২০ পিএম;
পলিথিন ব্যাগে ভরে চোলাই মদ বহন কালে গ্রেফতার : জোতিশ চন্দ্র
পলিথিন ব্যাগে ভরে চোলাই মদ বহন কালে গ্রেফতার : জোতিশ চন্দ্র

রাজবাড়ীতে পলিথিন ব্যাগে ভরে চোলাই মদ (বাংলা মদ) নিয়ে যাচ্ছিলেন জোতিশ চন্দ্র মনি ঋষি (৫৩) নামের এক ব্যক্তি। পথে পুলিশের হাতে ধরা পড়লেন। জিজ্ঞাসাবাদে তিনি জানালেন, রাজবাড়ী সদর সরকারি লাইসেন্সপ্রাপ্ত বাংলা মদের দোকান থেকে ২০ লিটার মদ কিনেছেন। সরকারের নিয়ম নীতির উপেক্ষা করে সেখানে অবাধে বাংলা মদ বিক্রি হয়। গতকাল শনিবার পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক অভিযানে রাজবাড়ী শহরের বিনোদপুর পাওয়ার হাউজের মোড় থেকে মাদক কারবারি জোতিশ চন্দ্র ধরা পড়েন। জোতিশ চন্দ্র রাজবাড়ী পৌরসভার কালিবাড়ী লক্ষ্মীকোল গ্রামের রেবতী চন্দ্র মনি ঋষির ছেলে।.

.

ডে-নাইট-নিউজ / আল আমিন খোকন

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ