একতরফা, ডামি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে নোয়াখালী জেলা শহর মাইজদীতে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মিরা। .
বুধবার (২৭ ডিসেম্বর) সকালে জেলা জামে মসজিদ থেকে মাইজদী পৌর বাজার সড়কে এ কর্মসূচি পালন করা হয়। .
এ সময় নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশীদ আজাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে পথচারী ও ব্যবসায়ীদের মাঝে নির্বাচন বর্জনের দাবি সংবলিত লিফলেট বিতরণ করেন।.
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম মুক্তা, বিএনপির নেতা মোসলে উদ্দিন আজাদ, নোয়াখালী শহর যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবদুল ওয়াদুদ বাবলু, নোয়াখালী শহর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আশরাফুল করিম পাবেল প্রমূখ।. .
ডে-নাইট-নিউজ / নোয়াখালী প্রতিনিধি :
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: