• ঢাকা
  • বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ২২ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নির্বাচনে দুই জেলায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন ১০ অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৪৫ পিএম;
নির্বাচনে দুই জেলায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন ১০ অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন
নির্বাচনে দুই জেলায় ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন ১০ অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন

 .

ঝিনাইদহ প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ ও মাগুরা জেলার ১০টি উপজেলায় ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। নির্বাচনী নিরাপত্তা নিশ্চিতে এসব এলাকায় ১০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হবে। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পক্ষ থেকে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ব্যাটালিয়ন সদরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিফুল আলম।প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ঝিনাইদহ ও মাগুরা জেলার ৬টি সংসদীয় আসনে বিজিবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী একটিসহ অন্যান্য উপজেলায় সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও আনসারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে বিজিবি। আগামী ২৯ থেকে ৩১ জানুয়ারির মধ্যে নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েনের পর দুই জেলার গুরুত্বপূর্ণ ৫৫টি স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হবে। পাশাপাশি ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তিনি।.

 .

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, তফসিল ঘোষণার পর গত ১১ ডিসেম্বর থেকেই নির্বাচনী এলাকার অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপনের জন্য রেকি সম্পন্ন করেছে ৫৮ বিজিবি। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং জনসচেতনতামূলক সভার মাধ্যমে ভোটারদের নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার কাজও চলমান রয়েছে।ব্রিফিংয়ে বিজিবির আভিযানিক সাফল্যের তথ্য তুলে ধরে বলা হয়, ২০২৫ সালে মহেশপুর ব্যাটালিয়নের চোরাচালান বিরোধী অভিযানে ৪১ জন আসামিসহ প্রায় ৩৮ কোটি ২৭ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণ, আগ্নেয়াস্ত্র ও গুলি রয়েছে।.

 .

এছাড়া একই বছরে মাদক বিরোধী অভিযানে ৯ কোটি ৬২ লাখ টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার এবং ২৮ জনকে আটক করা হয়েছে।প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, যশোর রিজিয়নের অধীন ৭টি ব্যাটালিয়ন ১৮ জেলার ১০৮ উপজেলায় ৯৩টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে প্রায় ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন করবে। সারা দেশে নির্বাচন উপলক্ষ্যে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, নির্বাচন চলাকালীন যাতে কোনো দুষ্কৃতকারী দেশের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক ইমদাদুর রহমান।.

 .

 . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ