• ঢাকা
  • বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে কমর আলী মার্কেটের মালিকের কাছে চাঁদা দাবির অভিযোগ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:০৩ পিএম;
নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে,  কমর  আলী মার্কেটের মালিকের কাছে,  চাঁদা দাবির অভিযোগ
নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে কমর আলী মার্কেটের মালিকের কাছে চাঁদা দাবির অভিযোগ
সূর্য আহমেদ মিঠুন - স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় অবস্থিত হাজী কমর আলী মাতাব্বর  মার্কেটের মালিক মোঃ কমর আলীর কাছে থেকে গেল ৯ জানুয়ারি  মোটা অংকের একই এলাকার একটি দলভুক্ত লোকজন চাঁদা দাবি করেছে।  ভুক্তভোগী এ বিষয়ে সিদ্দিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।  ভুক্তভোগী জানান- মো. আবু সাইদ শিপন (৪৫), পিতা- মোস্তফা মো. শাহাদাত (৬০), পিতা- নবিউল্লাহ; হাজী আমির হোসেন (৫৭), পিতা- ওজিউল্লাহ; মোহাম্মদ খোকন আহমেদ (৪৫), পিতা- আবু ইউসুফ সিরাজুল ইসলাম ওরফে কানা সিরাজ (৪৮), পিতা- নুর মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৬০), পিতা- পেয়ার আহম্মেদ বাবুল মোল্লা (৪৫), পিতা- বাদশা মোল্লা এবং আরও ২০০ থেকে ২৫০ জন লোক মিলে চাঁদা দাবি করেছেন আসছে। 
 
 

তিনি আরও বলেন, 'কমর আলী মার্কেটের প্রতিষ্ঠাতা ও মালিক আমি। সেই হিসেবে মার্কেটের প্রতিষ্ঠালগ্ন থেকে যাবতীয় দেখাশোনা ও ভাড়া আমি সংগ্রহ করি। কিন্তু গত আগস্ট মাসে সরকারের পতনের পর থেকে উপরোক্ত আবু সাইদ শিপন, মো. শাহাদাত হোসেন, হাজী আমির হোসেন, মোহাম্মদ খোকন, সিরাজুল ইসলাম ওরফে কানা সিরাজ রাজনৈতিক প্রভাব বিস্তার করে আমার মালিকানাধীন মার্কেটে প্রবেশ করে চাঁদা দাবি করেছে। বিভিন্ন সময় আমাকে ভয়ভীতি ও হুমকি প্রদান করেছে এবং তারা আমার  কাছ থেকে প্রতি মাসে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছে। আমি চাঁদা প্রদানে রাজি না হলে তারা আমাকে অকথ্য ভাষায় গালমন্দ এবং মেরে ফেলার হুমকি দেয়। গেল ৯ জানুয়ারি বৃহস্পতিবার  উল্লেখিত  ব্যক্তিবর্গসহ আরও ২০০ থেকে ২৫০ জন সন্ত্রাসী নিয়ে আমার মার্কেটে হামলা চালিয়েছে। তারা মার্কেটের সকল দোকানদারকে অস্ত্র ঠেকিয়ে বের করে দেয় এবং প্রধান ফটকে তালা লাগিয়ে লুটপাট ও ভাঙচুর করে। অফিসে রাখা বিদু্ৎ বিল পরিশোধের জন্য জমা রাখা নগদ টাকা, সিসিটিভি ক্যামেরার প্রধান ডিভাইস, হার্ডডিস্ক, মালামাল ক্ষতিগ্রস্ত করেছে।.

 .

 .

এমন কি 'তারা আমার মার্কেটের ২৫টি দোকান থেকে নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুট করেছে। ঐ সময় আমার মার্কেটের ম‍্যানাজার মো: জুয়েল রানা তার অফিস কক্ষে অবস্থান করছিল। সে তার জীবন রক্ষার্থে  ছাদের উপর দিয়ে পালাতে সক্ষম হয়  এবং সাথে সাথে সিদ্দিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে আমার  মার্কেটে সন্ত্রাসী হামলা হয়েছে এ বিষয়টি দ্রুত  অবগত করে। সিদ্দিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিষয়টি জানার সাথে সাথে পুলিশ ফোর্স পাঠিয়ে  এবং আমাদের  আইনী সহযোগিতা দিয়ে  থাকে। পাশাপাপাশি ম‍্যানাজার জুয়েল রানার অফিস কক্ষ থেকে সন্ত্রাসীরা সিসিটিভি, হার্ড ডিস্ক,  ডিভাইস, এলইডি সহ নগদ অর্থ লুটপাট করে নিয়ে যায়।.

 .

হাজী মো: কমর আলীর ভাষ্যমতে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে মো. শাহাদাত হোসেন (৬০), পিতা- নবিউল্লাহ  নিজেকে পুলিশ হিসেবে পরিচয় দেন। তবে তিনি প্রকৃতপক্ষে পুলিশ নন। এই পরিচয়ের মাধ্যমে তিনি তার ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় চাঁদা দাবি করেন এবং হামলা চালান।.

 .

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জের কাছে জানতে চাইলে তিনি বলেন, 'এই বিষয়টি কোর্টের বিষয়। কোর্ট এই ব্যাপারে অস্থায়ী নিষেধাজ্ঞা তথা স্থিতি বজায় রাখার আদেশ বহাল রেখেছে। যদি কেউ কোর্টের আদেশ অমান্য করে, তাহলে ভুক্তভোগী অভিযোগ করলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।.

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ