প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, শুধুমাত্র আওয়ামী লীগে সরকারই দেশের উন্নয়ন করতে পারে। পূর্বেও বহু দলের সরকার ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের মতো দেশের উন্নয়ন করতে পারেনি কোনো সরকার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ আজ এতো উন্নত দেশে উন্নীত হয়েছে। বিশে^র দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাঙালি। শেখ হাসিনা সরকার বারবার দরকার। দেশের উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যহত রাখতে শেখ হাসিনার বিকল্প কিছু নেই। কাজেই আবারো শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রী করতে নৌকা মার্কায় ভোট দিতে হবে। .
সোমবার (২ অক্টোবর) দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নবনির্মিত অফিস ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেছেন।.
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রত্যান্ত অঞ্চলগুলোতেও বহুতল ভবন তৈরি করা হয়েছে। বিদ্যালয়গুলোকে বিশ^বিদ্যালয়ের মতো বহুতল ভবন দেয়া হয়েছে। রাস্তাঘাট পাকাকরণসহ প্রসস্তকরণ করা হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে, ঘরে ঘরে বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা, স্বামী পরিত্যক্তাভাতা, মাতৃত্বাকালীনভাতাসহ বহুপ্রকার ভাতা চালু করা হয়েছে। বর্তমানে সর্বজনীন পেনশন সুবিধাও চালু করা হয়েছে। এসব একমাত্র শেখ হাসিনার কারণেই করা সম্ভব হয়েছে। .
দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।.
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের .
চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হুদা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, কাজীহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মানিক রতন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সোহানুর রহমান প্রমুখ।. .
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: