জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মৃত্যুঞ্জয়ী মুজিব মুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কমলনগর উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।.
মঙ্গলবার( ১৫ ই আগস্ট) সকাল ৯ ঘটায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: নিজাম উদ্দিনের নেতৃত্বে সাবেক সংসদ সদস্য ও লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন(এমপি), সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম দোলন, যুবলীগের আহবায়ক উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আহসান উল্ল্যা হিরণ, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ মৃত্যুঞ্জয় মুরালে শ্রদ্ধাঞ্জলিতে অংশগ্রহণ করেন।.
পরে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। .
এছাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে, হাজির হাট উপকূল সরকারি( ডিগ্রী) কলেজ মাঠে শোক দিবস উপলক্ষ্যে কাঙ্গালীভোজ,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। . .
ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধ) :
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: