• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কুড়িগ্রামের শীতার্তদের মাঝে তৌহিদের উদ্যোগে কম্বল বিতরণ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:২৪ পিএম;
কুড়িগ্রামের শীতার্তদের মাঝে তৌহিদের উদ্যোগে কম্বল বিতরণ
কুড়িগ্রামের শীতার্তদের মাঝে তৌহিদের উদ্যোগে কম্বল বিতরণ

সোমবার (২৩ জানুয়ারি) কুড়িগ্রামে প্রায় দু'শত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কারিগরি শিক্ষার ফেরিওয়ালা মো. তৌহিদুজ্জামান এর উদ্যোগে এবং হক পাবলিকেশনস্ ও ই-বই বিতান আর্থিক সহায়তায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। .

জেলার উলিপুর উপজেলার ৩ নং দুর্গাপুর ইউনিয়নের যমুনা মাষান কুড়া, যমুনা রায়পড়া, ডালিমা পাড়া, কামার পাড়া, মুন্সিপাড়া, সরকার পাড়া, ব্যাপারি পাড়ার শীতার্তদের মাঝে কম্বল প্রদান করা হয়। এ কার্যক্রমের উদ্ভোদন করেন স্থানীয় সমাজ সেবক সায়মন চৌধুরী সেতু।.

উপকারভোগীরা এমন উদ্যোগের প্রশংসা করেন। এক বয়োবৃদ্ধ বলেন, কম্বল পেয়ে খুবই ভালো লাগছে। তৌহিদের জন্য দোয়া করি ও যেন আরো এমন ভালো কাজ করতে পারে। .

শীতবস্ত্র বিতরণের উদ্যোক্তা মো. তৌহিদুজ্জামান বলেন, শীতের তীব্রতায় মানবেতর জীবনযাপন করছে নিম্ন আয়ের মানুষ। যা আমাকে ব্যথিত করে। তাই উদ্যোগ নেই শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়াতে। তিনি আরো বলেন, আমার এই উদ্যোগে যারা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা। .

বিতরণ কাজে সহযোগিতা করেন ই-বই বিতান এর মার্কেটিং এক্সিকিউটিভ একে আখতারুল খান এবং রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর মো. হযরত আলী, স্থানীয় যুবক আশিক প্রমুখ।.

 .

 . .

ডে-নাইট-নিউজ / তানজিদ শুভ্র

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ