• ঢাকা
  • বুধবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ; ৩১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গরু নিয়ে প্রবেশে নিষেধ করায়- পুলিশের উপর হামলা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:২৫ পিএম;
কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গরু নিয়ে প্রবেশে নিষেধ করায়- পুলিশের উপর হামলা
কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় গরু নিয়ে প্রবেশে নিষেধ করায়- পুলিশের উপর হামলা

কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল থানা ভাউন্ডারির ভিতরে গরু নিয়ে প্রবেশ করতে কয়েক বার নিষেধ করায় ক্ষীপ্ত হয়ে এক পুলিশ সদস্যের উপর হামলা করেছে বাহাদুর হোসেন বাদল নামের এক যুবক। তাৎক্ষণিক পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। বাদল পাশ্ববর্তী লক্ষীপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক তদন্ত গুলজার আলম। জানা গেছে, বাদল নিয়মিত চৌদ্দগ্রাম মডেল থানার ভাউন্ডারির ভিতরে গরু নিয়ে প্রবেশ করে। গরুগুলো নিয়মিত থানার বিভিন্ন প্রজাতির ফল ও ফুল গাছ নষ্ট করায় বাদলকে একাধিকবার নিষেধ করা হয়। কিন্তু বাদল থানা পুলিশের নিষেধের তোয়াক্কা না করে মঙ্গলবার দুপুরে একাধিক গরু নিয়ে ভাউন্ডারির ভিতরে প্রবেশ করে। এ সময় কনষ্টেবল শরিফুল ইসলাম দেখতে পেয়ে বাদলকে গরু নিয়ে থানায় প্রবেশে আবারো নিষেধের কথা জানায়। এতে ক্ষীপ্ত হয়ে বাদল তাঁর হাতে থাকা দা এর উল্টা পিঠ দিয়ে কনষ্টেবল শরিফুলের গায়ে একাধিক আঘাত করে। একপর্যায়ে শরিফুলের মাথায় কোপ দিলে চিৎকার শুনে থানার ভিতর থেকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাদলকে আটক করে। .

চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক গুলজার আলম বলেন, বিগত কয়েক বছর থেকেই বাদল থানার ভাউন্ডারিতে একাধিক গরু নিয়ে প্রবেশ করে। গরু থানার আশেপাশের গাছপালা খেয়ে ফেলায় বাদলকে একাধিকবার নিষেধ করলেও সে তোয়াক্কা করেনি। মঙ্গলবার কনষ্টেবল শরিফুল গরু নিয়ে বাদলকে প্রবেশ করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে কুপিয়ে আঘাত করে। এ ঘটনায় বাদলের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।. .

ডে-নাইট-নিউজ / কে.এম. আহসান উল্ল্যা: কুমিল্লা চৌদ্দগ্রাম প্রতিনিধি: 

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ