• ঢাকা
  • বুধবার, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ২১ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কমলনগরে নিখোঁজের ৩ পর মরদেহ উদ্ধারের ঘটনায় ৪জন আটক


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৩৮ পিএম;
কমলনগরে নিখোঁজের ৩ পর মরদেহ উদ্ধারের ঘটনায় ৪জন আটক
কমলনগরে নিখোঁজের ৩ পর মরদেহ উদ্ধারের ঘটনায় ৪জন আটক

‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ ‎লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের ৩ দিন পর নুরুল আলম(২৫) নামে  মরদেহ উদ্ধারের ঘটনায় মামলায় নারীসহ ৪জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন নারী, এক সিএনজি চালক ও দুই জন পুরুষ রয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। তবে অধিকতর তদন্তের স্বার্থে আটককৃতদের নাম ঠিকানা প্রকাশ করতে রাজি হয়নি পুলিশ।.

 .

‎উল্লেখ্য, গত সোমবার সকালে উপজেলার মাতাব্বর হাটের উত্তর পাশে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের ব্লকের নিচ থেকে  সাহেবেরহাট ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী নুরুল আলমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ২সন্তানের জনক নুরুল আলম মেঘনার  নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্পে বালু ভরাটের কাজ করতেন। এর আগে শুক্রবার রাত ৯টার দিকে মাতাব্বর হাট বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হয় সে। পরে বিভিন্ন এলাকা  খোঁজাখুজি করে না পেয়ে পরের দিন শনিবার বিকেলে কমলনগর থানায় সাধারণ ডায়েরী করেন তার পরিবার। পরে সোমবার  রাতে নিহতের মা ফাতেমা বেগম বাদি হয়ে কমলনগর থানায় মামলা করেন। মামলায় কয়েকজনকে অজ্ঞাতনা আসামি করা হয়।.

 .

‎ এ দিকে মামলার প্রকৃত ঘটনা উদঘাটন ও আসামিদের দ্রুত  গ্রেপ্তারের দাবিতে  মঙ্গলবার বিকেলে উপজেলার সদর হাজিরহাট বাজারে  বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশে।.

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, সোমবার রাতে মরদেহ উদ্ধারের নুরুল আলমের বাদি হয়ে মামলা করেন।.

‎  আমরা খুব দ্রুত প্রকৃত ঘটনা  উদঘাটন করে প্রকৃত আসামীদের গ্রেপ্তার দেখানোর চেষ্টা করছি। .

 . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ