আমানউল্লাহ আনোয়ার কক্সবাজার : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।.
.
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী মারছা বাসের সঙ্গে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে চার নারী ও এক শিশু রয়েছে। এতে আরও দুজন গুরুতর আহত হয়েছেন।.
.
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ এবং মালুমঘাট হাইওয়ে থানা, ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা না গেলেও পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই একই পরিবারের সদস্য। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।.
.
স্থানীয়রা আরো জানান, বেপরোয়া গতিতে যাত্রীবাহী মারছা বাসের সাথে সংঘর্ষ লাগে নোহা মাইক্রো বাসের। সংঘর্ষে নোয়া মাইক্রো বাসটি দুমড়ে মুচড়ে যায়।.
.
মারছা বাসের সামনের আয়না, দরজাসহ নানা অংশে ক্ষতি হয়েছে। দুর্ঘটনায় সড়ক থেকে নোহাটি রাস্তার ধারে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা গাড়িগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। .
.
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটো মালুমঘাট হাইওয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে। সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।নিহত ও আহতদের নাম-ঠিকানা জানার প্রচেষ্টা চলছে।.
.
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মালুমঘাট হাইওয়ে থানার.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: