.
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-২ ( রায়পুর-সদর) আংশিক আসনে মাস্টার রুহুল আমীন ভূঁইয়া পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ১৭ ডিসেম্বর (বুধবার) বিকেলে মাষ্টার রুহুল আমিন ভুঁইয়ার পক্ষে জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের নেতৃবৃন্দ।.
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা কর্মপরিষদের সদস্য ও আসন পরিচালক মাওলানা ফারুক হোসাইন নূর নবী, সদর উপজেলা আমীর মাওলানা হুমায়ুন কবীর, রায়পুর উপজেলা সেক্রেটারি ও আসন কমিটির সদস্য সচিব এডভোকেট আব্দুল আউয়াল রাসেল,সদর উপজেলা সেক্রেটারি ফয়েজ আহমাদ, সহকারী সেক্রেটারি আনোয়ার পাটোয়ারী।
ফরম সংগ্রহ শেষে ফারুক হোসেব নূরনবী বলেন, আল্লাহ দ্বীন কায়েম হোক এটি মানুষ গ্রহণ করে নিয়েছে এবং একটি গণজাগরণ সৃষ্টি হয়েছে। সবার অংশগ্রহণে, প্রতিযোগিতামূলক ফেয়ার নির্বাচন হবে। ১৭ বছর ফ্যাসিস্টের কারনে নির্বাচনের পরিবেশ ছিলো না। জুলাই যোদ্ধাদের জীবনের বিনিময়ে এবার নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। মানুষ উৎসবমুখর পরিবেশে দাঁড়িপাল্লার পক্ষে রায় দিবে।.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: