
হবিগঞ্জ সদর অবস্থিত উমেদনগরে ‘বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা’কার্যক্রমের উদ্বোধন করেছেন উমেদনগরের “সোনার বাংলা যুব সংসদ” এতে উপস্থিত ছিলেন, হবিগন্জ পৌর কৃষক লীগ সভাপতি আবুল কাশেম রুবেল, সার্বিক তক্তবধানে সুহেল আহমেদ, সভাপতি সদস্য রিপন খানসহ আরো অনেইকেই। আবুল কাশেম রুবেল তিনি বলেন, মানুষের সেবা করা কে আমি ইবাদত মনে করি।.
উদ্বোধনের পর ১০৭ জন রোগীকে উন্নত চিকিৎসা সেবাসহ বিভিন্ন অপারেশনের উপদেশ দেওয়া হয়। এবং বলেন যদি কারু চোখের অপারেশ প্রয়োজন হয় ইনশাআল্লাহ সাথে থেকেই তিনি এই বিনামূল্য সেবাটি প্রদান করবেন।.
সভাপতি আবুল কাশেম রুবেল বলেন, জাতির জনক বঙ্গবন্ধুসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং বঙ্গবন্ধু দেশে কর্ণিয়াজনিত অন্ধত্ব দূরীকরণে ‘অন্ধত্বমোচন চক্ষুদান আইন’প্রণয়ন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ধানীর জমিদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।. .
ডে-নাইট-নিউজ / মোঃ উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ সদর প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: