বিএনপি কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আজকে থেকে আন্দোলন শুরু হলো। তারেক রহমানের নেতৃত্বে আমরা ঢাকার বুকে কোটি মানুষের সমাবেশ করে শেখ হাসিনার সরকারকে ক্ষমতার মসনদ থেকে নামাবো, বিচারের কাঠগড়ায় দাঁড় করাব এবং প্রতিটি অন্যায়ের বিচার করে কারাগারে পাঠাব।.
আজ শনিবার রাজধানীর গোলাপবাগে বিএনপির ঢাকা বিভাগীয় গণ সমাবেশে তিনি এসব কথা বলেন। .
দলীয় নেতাকর্মীদের মুক্তি দাবি করে তিনি বলেন, পুলিশ বাহিনী আর পুলিশের পোশাক পরার অধিকার রাখে না। আপনারা জনগণের টাকা কেনা অস্ত্র, পোশাক রেখে মুজিব কোর্ট পরে রাস্তায় আসেন। দেখেন, আমরা জিয়ার সৈনিকরা আপনাদের উচিত জবাব দিতে পারি কিনা।.
ইশরাক বলেন, বিজয়ের মাস ডিসেম্বর। এই বিজয়ের মাসে এই খুনি, অবৈধ, ফ্যাসিস্ট সরকারের রক্ষীবাহিনী আমাদের পার্টি অফিসের সামনে ন্যক্কারজনকভাবে সাধারণ জনতার বুকে গুলি চালিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। আজ সারা দেশের, সারা পৃথিবীর মানুষ দিন গুনছে কীভাবে এই ভয়াবহ, খুনি, বর্বর সরকারের হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে।.
সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। .
ডে-নাইট-নিউজ /
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: