• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আগামীকাল টাইগার মিডিয়াতে মুক্তি পেতে যাচ্ছে সূর্য আহমেদ মিঠুনের আত্মহারা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:২৮ পিএম;
আগামীকাল টাইগার মিডিয়াতে মুক্তি পেতে যাচ্ছে  সূর্য আহমেদ মিঠুনের আত্মহারা
আগামীকাল টাইগার মিডিয়াতে মুক্তি পেতে যাচ্ছে সূর্য আহমেদ মিঠুনের আত্মহারা

 .

বিনোদন ডেস্ক : 
আসছে পবিত্র  ঈদুল ফিতরে ঈদের ঠিক  আগের দিন  টাইগার মিডিয়ার ব‍্যানারে শুভ মুক্তি পেতে যাচ্ছে  সন্ধা ৭ টায়  বিগ বাজেটের মিউজিক্যাল ফিল্ম আত্মহারা। মুন্সীগঞ্জের বিভিন্ন মনোরম লোকেশনে গানটির চিএায়ন হয়েছে। গানটিতে কন্ঠ দিয়েছেন ফাইকুজ্জামান ( সানি নভো), গানটি লিখেছেন লিটন ঘোষ জয়, গানটির সুর ও সঙ্গীত  আয়োজনে ছিলেন পার্থ মজুমদার, গানটির ভিডিও গল্প, চিএনাট‍্য ও পরিচালনা করেছেন তরুণ মেধাবী নির্মাতা  সূর্য আহমেদ মিঠুন। চিএগ্রাহক হিসেবে ছিলেন বিকাশ সাহ। গানটির মডেল হিসেবে কাজ করেছেন  মোহাম্মদ আসফাক রানা ও জেবা জান্নাত, সানি নভো, রোমান হাসনাত।
গানটির সম্পর্কে সঙ্গীত শিল্পী সানি নভো বলেন, আমি গ‍্যারান্টি দিয়ে বলতে পারি আত্মহারা গানটি সব দিক থেকে সকল দর্শকের মন ছুঁয়ে যাবে এবং দর্শক শ্রোতা অল্প সময়ে একটি সিনেমা দেখবে। 
আত্মহারা গানটি নিয়ে পরিচালক সূর্য আহমেদ মিঠুন এর সাথে কথা হলে তিনি জানান , প্রতিটি কাজ একজন পরিচালকের কাছে সন্তানের মত। আমি সব সময় চেষ্টা করি দর্শকদের ভিন্ন কিছু উপহার দেওয়ার। সেই ধারাবাহিকতায় সম্পূর্ণ ছবির আদলে একটি মন ছুঁয়ে যাওয়ার গল্প নিয়ে খুব যত্ন সহকারে অক্লান্ত পরিশ্রমের মধ‍্য দিয়ে  নির্মান করেছি আত্মহারা গানটি। আশা করছি  দর্শক ঈদুল ফিতরে টাইগার মিডিয়ার ব‍্যানারে গানটি দেখে  মুগ্ধ হবে এবং সবার  ভালো লাগবে। আর দর্শকদের গানটি  ভালো লাগলে আমাদের আত্মহারা পুরো টিমের স্বার্থকতা।. .

ডে-নাইট-নিউজ /

বিনোদন বিভাগের জনপ্রিয় সংবাদ