রিপোর্ট: রুমান খাঁন : ৩১ জানুয়ারি, ২০২৬ আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ প্রেসক্লাব, আখাউড়া উপজেলা শাখা-র নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১ ঘটিকায় পৌরশহরের ফায়ার সার্ভিস সংলগ্ন মসজিদপাড়া এলাকায় ফিতা কেটে এই নতুন অফিসের শুভ সূচনা করা হয়।.
.
বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার দিকনির্দেশনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক আবু তাহের, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহ-সভাপতি রুমান খাঁন, জেলা শাখার অর্থ সম্পাদক আলামিন, দপ্তর সম্পাদক আরিফ এবং সাংগঠনিক সম্পাদক সুলতানা আরফিন করলি।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আখাউড়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ হুমায়ূন কবির ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এছাড়াও বিজয়নগর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক আরিফ বলেন, "সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি মহান ব্রত। আপনাদের একটি সাহসী ও সত্য লেখনী বদলে দিতে পারে একটি জাতির ভাগ্য। দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে সাংবাদিক ভাইদের প্রতি আমার অনুরোধ—আপনারা অপসাংবাদিকতা বর্জন করুন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে সোচ্চার হোন।.
.
উপজেলা নেতৃবৃন্দের বক্তব্য: আখাউড়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ হুমায়ূন কবির ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তাদের বক্তব্যে বলেন, "আজ থেকে এই কার্যালয়টি হবে স্থানীয় সাংবাদিকদের ঐক্যের প্রতীক। আমরা মাদক, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আপসহীন থেকে আখাউড়ার উন্নয়ন ও জনদুর্ভোগের কথা তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ।"
বিজয়নগর উপজেলা শাখার নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বলেন, "আখাউড়া ও বিজয়নগর আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আমাদের দমাতে পারবে না। এই নতুন কার্যালয় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় সাহেব-সর্দার ও মুরুব্বিরা সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, কলমের শক্তি অপরিসীম। এই কলম যেন সবসময় শোষিত মানুষের পক্ষে এবং ন্যায়ের পথে চলে। সাংবাদিকদের সত্য প্রকাশে তারা সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।.
.
পরিশেষে, বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয় এবং উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। সাংবাদিকদের অধিকার রক্ষা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ প্রচারে নিরলসভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: