দিনাজপুরের ফুলবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। এউপলক্ষে ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৭টায় দলীয় কাযালয়ে জাতীয় ও দলিয় পতকা উত্তলোন করা হয়।
সকাল ৮টায় উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু'র প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পন করেন স্থানীয় দলীয় নেতা কর্মিরা। এরপর সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে স্বদেশ প্রত্যাবর্তন দিবস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো: মিজানুর রহমান। এতে উপজেলা আওয়ামীলীগের সাধারাণ সম্পাদক মো: মুশফিকুর রহমান বাবুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছানছুন্নাহার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো:এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মো: আশরাফুল আলম ডাবলু, ধর্ম বিষয়ক সম্পাদক মো: জালাল উদ্দিন।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: খাইরুল আলম কমরেট, সাধারণ সম্পাদক মো: গোলাম মওলা রন্জু, যুগ্ন সাধারাণ সম্পাদক প্রভাষক মো: মোকাররম হোসেন বিদুৎ, পৌর আওয়ামীলীগের সাধারাণ সম্পাদক প্রভাষক মো: মোশারফ হোসেন, কাজিহাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: তোবারক হোসেন সহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দরা।.
ডে-নাইট-নিউজ /
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: