• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

১০ বছর আগে ‘গুম হওয়া’ বিএনপি নেতার আড়াই বছরের কারাদণ্ড


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:০৪ পিএম;
১০ বছর আগে ‘গুম হওয়া’ বিএনপি নেতার আড়াই বছরের কারাদণ্ড
১০ বছর আগে ‘গুম হওয়া’ বিএনপি নেতার আড়াই বছরের কারাদণ্ড

১০ বছর আগে গুম হওয়া শাহীনবাগের বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনকে গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।.

গতকাল সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী এই রায় দেন। মামলার তদন্ত কর্মকর্তা চার্জশিটে বলেন, যারা পলাতক তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।.

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ২৫ মে রাত সাড়ে ১১টার দিকে আয়েশা মেমোরিয়াল হাসপাতালের সামনে একটি প্রাইভেট কারে আগুন দেওয়া হয়। আগুন দেওয়ার সময় গাড়ির ভেতরে চালক ছিলেন।.

তেজগাঁও থানায় করা ওই মামলায় বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনসহ ১৭ জনকে আসামি করা হয়। সাজেদুল ইসলাম সুমন ঢাকার শাহিনবাগে ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।  ২০১৩ সালের ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ। পরিবারের অভিযোগ তিনি গুমের শিকার হয়েছেন।.

গুম হওয়ার ৯ মাস পর, ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর সুমনের বিরুদ্ধে গাড়িতে অগ্নিসংযোগ মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়। সেসময় মামলার তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, সুমন 'পলাতক'। তাই তাকে গ্রেফতার করা যায়নি।.

বিএনপি নেতা সুমনের পরিবার জানায়, ২০১৩ সালের ডিসেম্বরে প্রত্যক্ষদর্শীদের সামনে থেকে র‌্যাবের ইউনিফর্ম পরা কয়েকজন নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে সুমনকে তুলে নিয়ে যায়।.

এদিকে আগুন দেওয়া ওই প্রাইভেটকারের চালক জাহাঙ্গীর জানিয়েছেন, এ ঘটনায় তিনি কোনো মামলা করেননি।.

তিনি বলেন, আমি কাউকে গাড়িতে আগুন দিতে দেখিনি, আমি কেন কাউকে আসামি করে মামলা করব? তিনি বলেন, আমি ম্যাজিস্ট্রেটকেও একই কথা বলেছি। আমাকে একটি সাদা কাগজে থানায় আমাকে সই করানো হয়েছে। . .

ডে-নাইট-নিউজ /

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ