• ঢাকা
  • শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

হাটে ক্রেতা আছে, পশু নেই, প্রথম হাট উঠল ৪টি গরু ও ১৩টি ছাগল-ভেড়া


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:৫৬ পিএম;
হাটে ক্রেতা আছে, পশু নেই, প্রথম হাট উঠল ৪টি গরু ও ১৩টি ছাগল-ভেড়া
হাটে ক্রেতা আছে, পশু নেই, প্রথম হাট উঠল ৪টি গরু ও ১৩টি ছাগল-ভেড়া

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে ফুলবাড়ীতে রবিবার (১৮ জুন) উদ্বোধন করা হয়েছে পশু হাট। প্রথম এই হাটে ক্রেতাদের ভিড় থাকলেও ছিল না পশু। মাত্র ৪টি গরু ও ১৩ টি ছাগল-ভেড়া দিয়েই অনুষ্ঠিত হয় প্রথম হাট।.

বিকেলে ফুলবাড়ী সরকারি কলেজ শহীদ মিনার সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে পশু হাটের উদ্বোধন করেন পৌর মেয়র মাহমুদ আলম লিটন।
জানা যায়, কোরবানি ঈদকে কেন্দ্র করে প্রত্যেক বছর ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে বসানো হয় পশু হাট। যা রবিবার ও বৃহস্পতিবার সপ্তাহে দুইদিন বসে। রবিবার (১৮ জুন) আনুষ্ঠানিকভাবে হাটের ছাপা বের করা হয়।.

সরেজমিনে দেখা যায়, পৌরসভার উদ্যোগে হাটকে কেন্দ্র কনে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মাঠের চারপাশে বাঁশ পুঁতা হয়েছে পশু বাঁধার জন্য। তবে হাটে ক্রেতা এবং দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটলেও ছিল না পশু। চারটি গরু ও ১৩টি ছাগল নিয়ে বসে প্রথম দিনের এই পশু হাট। এতে প্রথম দিনেই একটি গরু বিক্রির মধ্যদিয়ে হাটের সূচনা ঘটে।.

ব্যাপারীরা বলছেন, রবিবার ছিল ফুলবাড়ীর প্রথম হাট। আবহাওয়াও খারাপ।  তাই অনেকে পশু নিয়ে আসেননি হাটে। ঈদ এখনো ১১/১২ দিন বাকি। আশা করি সামনে বৃহস্পতিবারে পশু ও ক্রেতার সমাগম বাড়বে।.

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। কিন্তু আবহাওয়া খারাপ আর প্রথম হাট হওয়ায় আজকে কম পশু উঠেছে হাটে।.

গরু ব্যবসায়ী ওহেদুল ইসলাম বলেন, হাটে একটি গরু এনেছি। আজ প্রথম হাট তাই হাটের আবহাওয়া দেখলাম। হাটে ক্রেতা আর দর্শনার্থীদের ব্যাপক ভিড় আছে। আগামী বৃহস্পতিবারে আরো বেশি গরু আনবো হাটে। তখন জমজমাট হাট বসবে।.

হাটে গরু কিনতে আসা রবিউল ইসলাম ও সোহাগ সরকার বলেন, প্রথম হাট, গরু কম। রবিবার হাটে দেখে গেলাম।  হাটে মাত্র ৪টি গরু উঠেছে। আবার বৃহস্পতিবার আসবো। তখন গরু কিনব।.

এই হাটে প্রথম গরু ক্রেতা উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর গ্রামের আব্দুর রহমান (৬০) বলেন, রোজ রোজ হাটে যাতায়াত করতে পারবো না। বয়স হয়েছে। তাই হাটে এসেছি। যদিও হাটে গরুর সংখ্যা কম। তবুও একটি গরু পছন্দ হয়েছে। সেটি দামদর করে ৫০ হাজার ৭০০ টাকায় কিনেছি।.

পৌরএলাকার বারোকোনা গ্রাম থেকে গরু হাটে তুলে বিক্রি করেন মো. দুলাল। তিনি বলেন, আমি মাত্র একটি গরু হাটে তুলেছিলাম। আমার গরুসহ হাটে মাত্র ৪/৫টি গরু উঠেছিল। আমার গরুটি হাটে আনার আধাঘন্টার মধ্যে বিক্রি হয়ে যায়।.

হাট ইজারাদারের ম্যানেজার আহসান হাবীব বলেন, পৌরসভা কর্তৃক হাটটি বসেছে। আমরা ডাক করে নিয়েছি। রবিবার প্রথম হাট অনুষ্ঠিত হয়। পলে হাটে পশু কম উঠেছে। আগামীর হাটগুলো জাঁকজমক হবে। হাটে প্রথমদিনেই একটি গরু বিক্রি হয়েছে। হাটে প্রতি গরু ৫০০ টাকা এবং ছাগল ভেড়া ১৫০ টাকা করে ছাপা নেয়া হচ্ছে।.

ফুলবাড়ী পৌরসভার মেয়র মো. মাহমুদ আলম লিটন বলেন, রবিবার প্রথম হাট অনুষ্ঠিত হলো। আবহাওয়া খারাপের কারণে হাটে প্রথমদিন কম পশু উঠেছে। আগামী দুই হাটে ব্যাপক পশু হাটে উঠবে এবং কেনাবেচা হবে বলে আশা করছি। পৌরসভার পক্ষ থেকে হাটটি নিয়ন্ত্রণ করা হচ্ছে। . .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ