মো: উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হবিগঞ্জ জেলা যুবলীগের প্রতিটি ইউনিটকে তাঁদের সাংগঠনিক কার্যক্রম তরান্বিত করার নির্দেশ দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।.
হবিগঞ্জ পৌর টাউন হলে সদর উপজেলা ও পৌর যুবলীগের সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। নির্বাচন ঘিরে বিএনপি সন্ত্রাসী কার্যকলাপের চেষ্টা করছে উল্লেখ করে সংসদ সদস্য বলেন, যুবলীগের প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় দলের স্বার্থে ত্যাগের মনোভাব নিয়ে রাজনীতি করার জন্য যুবলীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানান এমপি আবু জাহির।.
জেলায় ৭ হাজার ৯শ’ জন সদস্য সংগ্রহ ও নবায়ন করার লক্ষ্য নিয়েছে সংগঠনটি। পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী এতে সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন খান।.
প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম চৌধুরী ও উদ্বোধক ছিলেন সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দিন চৌধুরী সুমন। হবিগঞ্জ জেলার ৭৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় ১০০ জন করে মোট ৭ হাজার ৯শ’ জন সদস্য সংগ্রহ ও নবায়ন করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী জানান, প্রথম ধাপে ২ হাজার সদস্য সংগ্রহ ও নবায়ন করা হয়েছে। দ্বিতীয় ধাপে আরও ৫ হাজার ৯০০ জনকে নবায়ন এবং সংগ্রহের কাজ চলমান।.
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ। বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ সভাপতি মোতাহের হোসেন রিজু, বিপ্লব রায় চৌধুরী, মোঃ আব্দুর রউফ মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা ফয়সল, মোঃ বদরুল আলম, সাংগঠনিক সম্পাদক এমএ মামুন, মহিবুর রহমান মাহীসহ আরো অনেকেই। .
ডে-নাইট-নিউজ /
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: