• ঢাকা
  • বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

স্ত্রীর অত্যাচারে অতীষ্ট-স্বামী


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৫ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৯:২৬ পিএম;
স্ত্রীর অত্যাচারে অতীষ্ট-স্বামী
স্ত্রীর অত্যাচারে অতীষ্ট-স্বামী

ব্রাহ্মবাড়িয়া সদর থানার নিবাসী মোঃ ইউসুফ আহম্মদ, পিতা মোঃ ধন মিয়া, সাং বুধল জেলা-ব্রাহ্মণবাড়িয়া। দুই হাজার আঠার সালে বিবাহ হয়। তথ্য অনুসন্ধানে জানা যায়, সুহানা বেগম- স্বামীর বাড়িতে প্রথম যাওয়ার পর থেকেই স্বামী ইউসুফ মিয়ার পিতা-মাতার সাথে খারাপ আচরণ শুরু করে। এদিকে স্বামী ইউসুফ সুহানাকে আদর স্নেহ দিয়ে শান্ত করার চেষ্টা করেন। কুকুরের লেজ বাঁকা বলে কথা, যতই চেষ্টা করুক না কেন সুহানা দিনের পর দিন অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়। স্বামী ইউসুফ কে গালমন্দ সহ অকথ্য ভাষায় গালমন্দ করেন। কারণে অকারণে যখন-তখন, এখানে-সেখানে নিজের আত্মীয় পরিচয় দিয়ে মামাত ভাই, খালাত ভাই, ফুফাত ভাইদের সাথে বাংলাদেশের পর্যটন এরিয়া সিলেট/কক্সবাজার সহ বিভিন্ন সুন্দরতম স্থানে ভ্রমন শুরু করে। এদিকে স্বামী ইউসুফ মান-সম্মানের কথা চিন্তা করে গরীব কৃষক পিতার ফসলি জমি বিক্রয় করে কর্মের সন্ধানে চলে যায় সৌদি আরব। তথ্য অনুসন্ধানী ক্রাইম রিপোর্টার তথ্য সংগ্রহের সময়ে সুহানার গ্রামের বাড়ি আশুগঞ্জ থানার মধ্য সোনারামপুরে, অনেকের সাথে আলাপকালে জানা যায়, সুহানা মেয়েটি উগ্র মেজাজে কথা-বার্তা বলে, এমনকি উশৃঙ্খলভাবে চলাফেরা করে।.

এদিকে খুঁজ নিয়ে জানা যায়, বিগত ১১/০৫/২০২২ইং ইউসুফ মিয়ার মাতা পুত্র বধূও এহেন কর্মকান্ডের পরিত্রান পাবার আশায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের, পুলিশ সুপার মহোদয়ের বরাবর একটি অভিযোগ দায়ের করেন-উক্ত অভিযোগের সূত্র ধরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-পুলিশের তদন্তের স্বার্থে তদন্ত অফিসার এসআই নাহিদ সাহেব উভয়ের সাথে যোগাযোগ করে। গত ২৪/০৫/২০২২ইং পুলিশের সাথে যোগাযোগ অবগত হওয়ার পর সু-চৌতুর সুহানা বেগম মোকাম ব্রাহ্মণবাড়িয়া মাননীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ মোকাদ্দমাঃ- নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ইং সংশোধনী ২০০৩ইং এর ১১(গ) ৩০ ধারা মামলা করেন। অদ্য ২৬/০৫/২০২২ইং -পি-২৭৫/২২ তথ্য অনুসন্ধানে জানা যায় বিগত ২৩/০৯/২০১৮ইং চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেন মোহরানা ধার্য্য ক্রমে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এখানে উল্লেখিত বিষয় কোর্ট থেকে মামলাটি তদন্তের স্বার্থে সমবায় অফিস ব্রাহ্মণবাড়িয়া প্রেরণ করেন। সমবায় তদন্ত অফিসার গোলাম মহিউদ্দিন বলেন- মহিলাদের মামলা আমরা তদন্ত পূর্ব রিপোর্ট কোর্টে প্রেরণ করি। কি রকম রিপোর্ট আপনার করেন জানতে চাইলে, গোলাম মহিউদ্দিন সাহেব বলেন মহিলাদের বিষয় আমরা মহিলাদের পক্ষেই রিপোর্ট করি। এদিকে সুহানার খারাপ আচরণের ভয়েজ রেকর্ড শ্রবণ করেন-জনাব মহিউদ্দিন সাহেব এবং কখন কোথায় ভ্রমন করেছেন অন্য-ছেলেদের সাথে তার একাধিক ছবি জমা দেন, ছেলে পক্ষের অভিভাবক সমবায় কর্মকর্তার নিকট।.

তথ্য অনুসন্ধান তথ্য চলমান-
 . .

ডে-নাইট-নিউজ / এস.এম জজ মিয়া, স্টাফ রিপোর্টার (ক্রাইম), ব্রাহ্মণবাড়িয়া।

নারী ও শিশু বিভাগের জনপ্রিয় সংবাদ