• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ; ২৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম না হলে দায়িত্ব থেকে সরে দাঁড়ান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:৪৪ পিএম;
সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম না হলে দায়িত্ব থেকে সরে দাঁড়ান
সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম না হলে দায়িত্ব থেকে সরে দাঁড়ান

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, নির্বাচন কমিশনের উচিত একটি স্বচ্ছ নির্বাচন আয়োজন করা। সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম না হলে আগেই নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। নির্বাচন সুষ্ঠু না হলে আগামী প্রজন্ম কাউকেই ক্ষমা করবে না।.

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যারে বনানী কার্যালয় মিলনায়তনে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে এ সব কথা বলেন।.

জিএম কাদের বলেন, নির্বাচন কমিশন ক্ষমতাসীনদের ভাষায় কথা বলছে। দায় এড়াতেই নির্বাচন কমিশন আগাম অনেক কথা বলছেন। বেশির ভাগ রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করে, নির্বাচন কমিশন হঠাৎ করেই ইভিএম-এ নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। নির্বাচন কমিশন বলেছে, সকল দল চাইলে ব্যালট-এ নির্বাচন হবে। আসলে নির্বাচন কমিশনের বলা উচিত ছিল সবাই চাইলে ইভিএম-এ নির্বাচন করা হবে। কারণ ব্যালট পেপারে নির্বাচন বিদ্যমান এবং সবার কাছে গ্রহণযোগ্য। তাছাড়া উন্নত বিশ্বসহ প্রতিবেশী অনেক দেশ এখন ইভিএম বর্জন করছে। .

জিএম কাদের বলেন, অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি ও জবাবদিহিতার অভাবেই সমাজের রন্দ্রে-রন্দ্রে দুর্নীতি ছেয়ে গেছে। জবাবদিহিতা নিশ্চিত করা গেলে দেশ থেকে দুর্নীতি বিদায় করা সম্ভব। আর জবাবদিহিতা নিশ্চিত করতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই।. .

ডে-নাইট-নিউজ /

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ