• ঢাকা
  • রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ১১ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সিলেট সিটি নির্বাচনে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামানের ২১ দফার ইশতেহার ঘোষনা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:২৯ পিএম;
সিলেট সিটি নির্বাচনে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামানের ২১ দফার ইশতেহার ঘোষনা
সিলেট সিটি নির্বাচনে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামানের ২১ দফার ইশতেহার ঘোষনা

সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী মেয়র পদে ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষনা করেছেন। আনোয়ারুজ্জামান চৌধুরী ২১ দফা ইশতেহারের মধ্যে রয়েছে  ১. স্মার্ট নগরভবন গড়া । ২. সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব সিলেট। ৩. জলাবদ্ধতা দূরীকরণ ও বন্যা নিয়ন্ত্রণ। শহর রক্ষা বাঁধ নির্মাণ। ৪. বর্জ্য ব্যবস্থাপনা । ৫. পরিকল্পিত নগরায়ণ । ৬. নিরাপদ স্বাস্থ্যকর সিলেট। ৭. দুর্যোগ মোকাবেলায় সচেতনতা। ৮. শিক্ষা ও সংস্কৃতিবান্ধব সিলেট। ৯. নারীবান্ধব সিলেট। ১০. ব্যবসা বান্ধব সিলেট।  ১১. পার্ক, উদ্যান ও খেলার মাঠ প্রতিষ্ঠা। ১২. সচল সিলেট। বিদ্যুৎ এর স্থায়ী সমাধান, প্লান্ট নির্মাণ। ১৩. মানবিক উন্নয়নে সিলেট। ১৪. প্রবাসী বান্ধব সিলেট। প্রবাসীদের সম্পত্তি রক্ষা সহ তাদের নিরাপত্তা। ১৫. সম্প্রীতির সিলেট। ১৬. পর্যটন বান্ধব সিলেট। সুন্দর পর্যটক আকর্ষণের নতুন নতুন পরিকল্পনা করা। ১৭. সামাজিক অপরাধ নির্মূল। হাইজ্যক, ছিনতাই, খুন, চুরি, ডাকাতি, ভূমি দস্যু, প্রতিরোধ। ১৮. অংশগ্রহণমূলক ও সুশাসিত সিলেট। ১৯. নাগরিকবান্ধব সিলেট। জবাব দিহিমূলক ব্যবস্থা। ২০. তারুণ্যের সিলেট। ২১. প্রযুক্তির সিলেট। .

৫০ হাজার আইটি নির্ভর ছেলে মেয়েদের শিক্ষিত করে ডলার ইনকাম সহ নানাবিধ প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলে তাঁর ইশতেহারে উল্লেখ রযেছে। আসন্ন ২১শে জুন নৌকা মার্কায় মেয়র পদে আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিজয়ী করে উল্লেখিত কর্ম গুলো বাস্তবায়ন করতে নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন আনোয়ারুজ্জান চৌধুরী।. .

ডে-নাইট-নিউজ / মোঃ সায়েস্তা মিয়া

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ