• ঢাকা
  • বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাজা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:০২ পিএম;
লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাজা
লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাজা

 .

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরে সংস্কারহীন পড়ে থাকা লক্ষ্মীপুর-জকসিন সড়কের দুরবস্থার প্রতিবাদে অভিনব কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।.

 .

সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় সওজ অফিসের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও গায়েবানা জানাজা কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।.

কর্মসূচিতে উপস্থিত ছিলেন—জেলা সিসিএসের প্রধান সমন্বয়ক আবুল হাসান সোহেল, ছাত্রনেতা মো. সারোয়ার, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরমান হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিয়ান রায়হান, সদস্য সচিব মো. শাহেদুর রহমান রাফি, মুখপাত্র বাইজিদ হোসাইন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহিম খলিল।.

 .

বক্তারা জানান, লক্ষ্মীপুর-জকসিন সড়কটি দীর্ঘদিন ধরে চরম অবহেলায় পড়ে রয়েছে। রাস্তাজুড়ে খানাখন্দ আর ভাঙাচোরা অংশে চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। এতে করে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বারবার অবগত করার পরও সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেই তারা অভিযোগ করেন।.

তারা আরও জানান, কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে সামনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।.

এ বিষয়ে জানতে সওজ-এর লক্ষ্মীপুর কার্যালয়ে গিয়েও নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামকে পাওয়া যায়নি।.

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ